Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে সাকিবের সামনে নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ!

Shakib has a chance to take half-century wickets in the World Cup
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলারকে খুঁজতে কারোরই খুব একটা বেগ পাওয়ার কথা না। ব্যাট হাতে কিংবা বল হাতে, বাংলাদেশের ক্রিকেটের সবখানেই তার নাম থাকাটা যেন অবধারিত হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ উইকেট শিকারি সেই সাকিব আল হাসানই। অবশ্য শুধু বাংলাদেশেরই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেই সাকিবের চেয়ে বেশি উইকেট আর কারো নেই।

এমনকি এর আগে অনুষ্ঠিত আটটি বিশ্বকাপ আসরেই খেলেছেন এমন ক্রিকেটার আছেন দু’জন। এদের মধ্যে একজন বাংলাদেশের সাকিব আল হাসান, অন্য জন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিশ্বকাপের জন্য টাইগারদের অঘোষিত স্কোয়াডে থাকছেন সাকিব। ফলে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে ৫০ উইকেট শিকারের কীর্তির সামনে বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ সাকিবের পর সর্বোচ্চ উইকেটের তালিকায় যারা আছেন, সবাই এখন অবসরে।

সাথে বিশ্বকাপে অংশগ্রহণের দিক থেকে আরেকটি কীর্তির সামনে সাবেক টাইগার কাপ্তান। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপের নবম আসরে সাকিব যদি খেলেন তাহলে রোহিত শর্মার সঙ্গে নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন। এই দু’জন ছাড়া বিশ্বের আর কারও নয় বিশ্বকাপ খেলার কীর্তি নেই।

২০০৭ সালের প্রথম বিশ্বকাপে ছিলেন এই দু’জন। আর আসন্ন ২০২৪ বিশ্বকাপেও দু’জনের খেলার কথা রয়েছে। ভারতের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে আছেন, তাই তার খেলাও নিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায়ও সাকিব আছেন দুই নম্বরে। তিনি মোট ৩৬ টি ম্যাচ খেলেছেন। টাইগার অলরাউন্ডারের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল রোহিত শর্মা। ভারত কাপ্তানের খেলা ম্যাচের সংখ্যা ৩৯ টি। রোহিতের ম্যাচ সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ কখনোই আসরের ফাইনালে যেতে পারেনি।

অপরদিকে ভারত ২০০৭ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছে। আসন্ন বিশ্বকাপেও খেলবেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বিশ্বকাপে ম্যাচ সংখ্যা ৩৪ টি।

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। ২৫ ইনিংসে কোহলির মোট রান ১১৪১। তার ব্যাটিং গড় দেখে চোখ রীতিমতো কপালে ওঠার মত, ৮১.৫০ আর স্ট্রাইক রেট ১৩১.৩০।

আর সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোহিতের রান ৯৬৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান ৮ নম্বরে। ৩৬ ইনিংস ব্যাট করে ২৩.৯৩ গড়ে টাইগার অলরাউন্ডারের রান ৭৪২। তিনি ১২২ স্ট্রাইক রেটে রান তুলেছেন।

আরও পড়ুন: রোমাঞ্চকর ম্যাচে ৫ রানে জয় পেল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/১১মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট