আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিং এ অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বকাপের পূর্বে এত আলোচনা সমালোচনার পরও মাঠে নেমে ঠিকই নিজের কাজটা করেছেন সাকিব। ব্যাটসম্যান ও বোলার র্যাঙ্কিংএ শীর্ষে রয়েছে যথাক্রমে বাবর আজম ও জশ হ্যাজলউড।
২০২৩ বিশ্বকাপে অসাধারণ বোলিং করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ ম্যাচ খেলে ৪.৫৫ ইকোনমিতে সাকিব তুলে নিয়েছেন চার উইকেট। তবে ব্যাটিংটা ঠিক সাকিব সুলভ হচ্ছে না। দুই ম্যাচের কোনটিতেই নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তবুও পারফরমেন্সের ভিত্তিতে এখনো ওয়ানডে র্যাঙ্কিং এ এক নম্বর স্থানটি সাকিব আল হাসানের। তার বর্তমান রেটিং ৩৪৩
পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমও বিশ্বকাপে ঠিক জ্বলে উঠতে পারছেন না। নিজেদের খেলা দুই ম্যাচে শ্রীলংকা অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ১০ ও ৫ রান করেন তিনি। ৮৫৭ থেকে ২২ পয়েন্ট কমে ৮৩৫ রেটিং নিয়ে এখনও শীর্ষে রয়েছেন বাবর। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে শুবমান গিল, ডুসেন এবং ডেভিড ওয়ার্নার। যদিও অসুস্থ থাকায় এখনো বিশ্বকাপে মাঠে নামা হয়নি গিলের।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে এসেছেন মুশফিকুর রহিম এবং বিরাট কোহলি। মুশফিক র্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। আর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলা কোহলি উঠে এসেছেন ৭ নম্বরে।
বোলিং র্যাঙ্কিংয়ে এক এ রয়েছেন জশ হ্যাজলউড। ভারতের বিপক্ষে তিনি মাত্র ৩৮ রানের খরচে নিয়েছেন ৩ উইকেট।
তার রেটিং আগের থেকে ১৩ বেড়ে হয়েছে ৬৮২। অন্যদিকে শীর্ষে থাকা সিরাজ নেমে এসছেন ২ নম্বরে। আর ৩ নম্বরে উঠে এসেছেন ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: সুযোগ পেলে যে ক্রিকেটারকে চুরি করতেন সাকিব!
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমকে/এসএ