Connect with us
ক্রিকেট

ভারত ম্যাচের আগে নিজের পরীক্ষায় সাকিব

Shakib al hasan

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে। বিশ্বকাপের শুরুটা আফগানদের হারিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে সাকিব-মিরাজরা। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ১৯ অক্টোবর ভারতকে হারানোর ছক কষছে বাংলাদেশ।

তবে এদিন অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কি না তা নিয়ে দোলাচল এখনও কাটেনি। গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ চলাকালীন ব্যাটিং এর সময় চোট পান সাকিব। তাতে তার বাঁ পায়ের ঊরুর মাংসপেশিতে চোট লাগে। এরপর তিনি বোলিং করলেও নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করেই সোজা হাসপাতালে চলে যান স্ক্যান করানোর জন্য।

গত দুই দিন ধরে ম্যাচ ভেন্যু পুনেতে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই বিশ্রামে আছেন সাকিব আল হাসান। তার ব্যথা আগের থেকে কমেছে। ঠিকভাবে হাঁটাহাঁটিও করতে পারছেন বলে জানা গেছে। তবে স্বাভাবিকভাবেই হেঁটে বেড়ানো আর ম্যাচ খেলা যে এক নয় তা তো সবারই জানা।

ম্যাচে স্বস্তিতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করতে পারবেন কি না সেটাই হলো মূল বিষয়। তাই আগামী ম্যাচকে মাথায় রেখে নিজের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন সাকিব আল হাসান।

এ বিষয়ে গতকাল পুনেতে টিম হোটেলে টিম ডিরেক্টর সুজন বলেন, সাকিবের শরীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো, সে এখন ব্যথামুক্ত আছে। নেটে তার ব্যাটিং করার পর অবস্থা আরও ভালোভাবে বোঝা যাবে। আমরা আশা করছি, ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে। সে খেলতে পারবে বলে আমাদের ধারণা। যদিও এখানে মেডিকেল ইস্যু জরুরি।

আরও পড়ুন: বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে ৪ রান দরকার মুশফিকের

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট