Connect with us
ক্রিকেট

সাকিব দলে থাকলে শান্তর জন্য সুবিধা হয়: পোথাস

সাকিবের দলে ফেরাটা প্রশান্তির মনে করছেন সহকারী কোচ। ছবি- সংগৃহীত

দীর্ঘ পাঁচ মাস পর জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান। শেষ বার জাতীয় দলের জার্সিতে সাকিবকে দেখা গিয়েছিল বিশ্বকাপের মঞ্চে। মাঝে বিপিএল ও ডিপিএলের কয়েকটি ম্যাচে খেললেও জাতীয় দল থেকে বাইরেই ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে আজ দলের সাথে অনুশীলন করেছেন সাবেক টাইগার কাপ্তান।

চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে নেই হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় তাই হেড কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস। আজ (শুক্রবার) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সাকিব দলে পোথাসের তার কণ্ঠে পাওয়া গেল স্বস্তির আভাস, ‘সাকিবের দলে ফেরাটা আমাদের জন্য প্রশান্তির। এতে শান্তরও সুবিধা হবে কারণ পরামর্শের জন্য এবার একজন অতিরিক্ত মানুষ পাবে সে। আর সাকিব অনেক অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে জানে দলের পরিস্থিতি কিভাবে ঠান্ডা রাখতে হয়।’

সাকিব দীর্ঘ দিন টাইগারদের টেস্ট দলের বাইরে আছেন। হঠাৎ করে টেস্ট দলে ফিরে তাই তার মানিয়ে নিতে কোন অসুবিধা হবে কি না প্রশ্নে পোথাসের জবাব, ‘সাকিবের টেস্টে মানিয়ে নিতে তেমন অসুবিধা হবে না। সে দারুণ পেশাদার একজন ক্রিকেটার, কখন কি করতে হবে সেটা সে ভালোভাবেই জানে। সে আজ দলের সঙ্গে অনুশীলন করেছে। তাকে দেখে মনে হলো বেশ ওজনও কমিয়েছে। জাতীয় দলের বাইরে থাকলেও সে বিপিএল ও ডিপিএলে খেলেছে। তার পারফরম্যান্সও ভালো ছিল। তাকে আজ বেশ চনমনে লেগেছে।’

আজ অনুশীলনে এসে সাকিব ওপেনার লিটন দাস ও পোথাসের সঙ্গে লম্বা সময় আলাপ করেছেন৷ সাবেক টাইগার কাপ্তানের প্রশংসায় পঞ্চমুখ পোথাস আরও জানান, সাকিব দলে প্রাণ শক্তির সঞ্চার করে। যে কোন দলের জন্য সাকিবের মত ক্রিকেটার সৌভাগ্যের। ড্রেসিংরুমে তার মত খেলোয়াড় পাওয়া সব সময়ই ইতিবাচক। সাকিব দলের জন্য সব সময়ই অবদান রাখার চেষ্টা করে।

আরও পড়ুন: আইপিএলে নতুন এক রেকর্ডের সামনে বিরাট 

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট