শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে ছাত্র-জনতার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রূপ নেয়। যে চাপে এক পর্যায়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে একাত্মতা প্রকাশ করেছিল দেশের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকা সব খেলোয়াড়রাও।
তবে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে নিশ্চুপ থেকেছেন বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। তিনি একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি পূর্ববর্তী আওয়ামীলীগ সরকারের একজন নির্বাচিত সংসদ সদস্য। আর মূলত এ সকল কারণেই তার প্রতি ক্ষুব্ধ দেশের প্রায় সকল ক্রিকেটপ্রেমী ও তরুণ সমাজ।
এদিকে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে রাখা হয়েছে আপাতত দেশের বাইরে থাকা এবং সমালোচনায় বিদ্ধ ক্রিকেটার সাকিব আল হাসানকে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেশের বাইরে থাকায় জাতীয় দলের সঙ্গে পাকিস্তান টেস্টের অনুশীলনও করতে পারেননি তিনি।
গতকাল (১১ আগস্ট) পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলেও এবার আজ সোমবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল গঠনের পাশাপাশি ১৬ সদস্যের স্কোয়াডে সাকিবকে রাখার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে তাও জানিয়েছেন প্রধান নির্বাচক।
সম্প্রতি সাকিব ভিন্ন ফরমেটের ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। এমনকি জাতীয় দলের সঙ্গে টেস্ট অনুশীলন করেননি। তাও কেন তিনি দলে সেই ব্যাখা হিসেবে লিপু বললেন, ‘মূলত এটা পারফরম্যান্সের বিচারের হয়েছে। তার অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরমেটে খেলার। সে নিজের পারফরমেন্স দিয়ে এই দলে জায়গা করে নিয়েছে। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড বেশ ভালো।’
প্রধান নির্বাচক নিশ্চিত করেন রাজনৈতিক বিষয়ের বাইরে গিয়ে মূলত মেধার বিবেচনায় সাকিবকে নেওয়া হয়েছে দলে, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিষয়গুলো আমরা সিলেকশনের সময় ভেবেছি। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে রাখা হয়েছে।’
গাজী আশরাফ লিপু আরো মনে করেন একজন রানিং খেলোয়াড়ের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় সরাসরি রাজনীতি করতে পারবেন না, এমন একটা সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া টেস্ট খেলতে সাকিবের সঙ্গে আলাপ করার বিষয়টিও জানিয়েছেন তিনি। সম্ভবত ১৪ অথবা ১৫ তারিখে তিনি সরাসরি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও জানান লিপু।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক: পদক পেলো কতটি দেশ, বাংলাদেশ কী পেলো?
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৪/এফএএস