Connect with us
ক্রিকেট

বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসছেন সাকিব!

sakib al hasan and hannan sorkar
হান্নান সরকার এবং সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দেশের মাটিতে সাদা জার্সি শেষবারের মতো গায়ে জোড়াতে ঢাকায় আসছেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার

ভারত সিরিজে কানপুর টেস্টের আগে লাল বলকে বিদায়ের ঘোষণা দেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে নিরাপত্তার ইস্যুর জন্য দেশের মাটিতে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারবেন কি-না এ নিয়ে ছিলো নানান জল্পনা-কল্পনা। এবার বিসিবি থেকে সুখবর পাচ্ছেন সাকিব ভক্তরা।

বিসিবির নির্বাচক হান্নান সরকার নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, সাকিব আল হাসান, আশা করছি শেষ টেস্ট ম্যাচটি মিরপুরে খেলবেন। এই ম্যাচের পর তার টেস্ট ক্রিকেট মিস করবে ক্রিকেটপাড়া। তোমায় চিরকাল মনে থাকবে…. কিংবদন্তি। বরাবরের মত শুভ কামনা তোমার জন্য। এই লেখার পর লাভ ইমোজিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন :

» দেড়শ বছরের ইতিহাসে মেসির নতুন মাইলফলক

» ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টসহ আজকের খেলা (১৬অক্টোবর২৪)

» ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে

» নেশনস লিগে পর্তুগালের ম্যাচসহ আজকের খেলা (১৫ অক্টোবর ২৪)

» এক নজরে প্রথম সেটে বিদেশি খেলোয়াড়রা কে কোন দলে জায়গা পেলো

» চলছে বিপিএলের প্লেয়ার ড্রাফট, কে কাকে দলে নিচ্ছে (দেখুন সরাসরি)

» বিশ্বকাপে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (১৪ অক্টোবর ২৪)

জানা গেছে, আগামীকাল (বৃহস্পতিবার) আমেরিকা থেকে দেশে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরই মধ্যে টাইগারদের শুরু হয়ে গেছে অনুশীলন ক্যাম্প। সাকিবের বিষয়ে নিশ্চিত হয়েই ঘোষণা করা হতে পারে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একাদশ।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আমেরিকায় পরিবারের কাছে চলে যান সাকিব। সেখানে অবশ্য লিগ খেলতেই ব্যস্ত ছিলেন তিনি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন ফেইসবুক পোস্টের মাধ্যমে। এছাড়াও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার জন্য ভক্তদের সমর্থন চেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার।

ধারণা করা হচ্ছে,দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে সরকারের একটা পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে সাকিবের। অবশ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাকিবের দেশে আসা বা দেশত্যাগের ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। সাকিমের মামলার বিষয়টি আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

ক্রিফোস্পোর্টস/১৬ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট