Connect with us
ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব!

Shakib is going to be dropped from BCB's central contract!
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গত ডিসেম্বরেই ক্রিকেটারদের সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন বছরে নতুন করে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করা হবে। ইতোমধ্যে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। নতুন এই চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেন সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে খেলা চালিয়ে যাওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরের পর আর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। পুনরায় তার জাতীয় দলের হয়ে খেলাও অনিশ্চিত। তাই স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়বেন দেশের ক্রিকেটের পোস্টারবয়।

সাকিব ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান। ২০২৪ সালে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে চুক্তিবদ্ধ ছিলেন সোহান। তবে গত বছর বাংলাদেশের জার্সিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন:

» ২০২৫ সালে দলবদলে যাদের দিকে নজর

» টিকিট বিক্রিতে এবার সতর্ক অবস্থানে বিসিবি

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন খালেদ আহমেদ ও নাঈম হাসান। এই দুই ক্রিকেটার শুধু টেস্টে চুক্তিবদ্ধ ছিলেন। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টেস্ট দলে তাদের জায়গা নিয়ে শঙ্কা রয়েছে। তাছাড়া নতুন বছরে মাত্র ৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে বাড়তি ক্রিকেটার চুক্তিবদ্ধ না করার সম্ভাবনাই বেশি।

২০২৪ সালে তিন ফরম্যাটেই বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। তিন ফরম্যাটে তার সঙ্গে আরো ছিলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তবে টেস্টের চুক্তি থেকে বাদ পরতে পারেন শরিফুল। তার জায়গায় তিন ফরম্যাটে ফিরতে পারে তাসকিন আহমেদ। গত বছর শুধু সাদা বলের চুক্তিতে ছিলেন এই তারকা পেসার।

এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়েও শঙ্কা জেগেছে। অভিজ্ঞ এই ক্রিকেটার চলতি বছরের অক্টোবরে ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি থেকে বিদায় নেন। আর টেস্ট থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। এখন শুধু ওয়ানডে খেলছেন রিয়াদ। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই ফরম্যাট থেকেও বিদায় নিতে পারেন তিনি। যে কারণে নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন এই তারকা। তবে তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচক প্যানেল।

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা অনেকটাই চূড়ান্ত। চলতি মাসেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক বিসিবি

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট