Connect with us
ক্রিকেট

তামিম-আশরাফুলদের বিপক্ষে খেলতে যাচ্ছেন সাকিব

Shakib Al Hasan and Tamim Iqbal
সাকিব ও তামিম। ছবি- সংগৃহীত

এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। আর তাই সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে দেখা যাবে এই টাইগার অলরাউন্ডারকে। যেখানে তিনি খেলবেন এশিয়ান স্টারসের হয়ে।

আর এতে বাংলাদেশের হয়ে খেলতে না পারলেও বাংলাদেশের প্রতিনিধিদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন সাকিব। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্ট। এশিয়ান স্টারসের হয়ে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এদিকে সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে থাকছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ টাইগার্স। যেখানে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। আর এতেই আরও একবার সাকিবের মুখোমুখি হতে যাচ্ছেন তামিমরা।

আরও পড়ুন:

» ভারত পাচ্ছে হোম সুবিধা, অসন্তোষ দক্ষিণ আফ্রিকা দলে

» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (১ মার্চ ২৫)

বাংলাদেশ টাইগার্স দলে তামিম-আশরাফুল ছাড়াও আছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

এই টুর্নামেন্টে আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টারস। যেখানে সাকিবের দলে থাকছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার অলক কাপালি। এশিয়ার দলটিতে আছেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট