Connect with us
ক্রিকেট

গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন সাকিব

Tanzim Hasan Sakib
তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন পর মাঠে গড়াতে যাচ্ছে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। যা এবার গ্লোবাল সুপার লিগ নামে আয়োজিত হবে। আগামী ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

আসন্ন এই টুর্নামেন্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি দলের হয়ে মাঠ মাতাবেন এই তরুণ।

তবে গ্লোবাল সুপাগ লিগে তানজিমের অংশ নেওয়ার আগে বাধা হয়ে দাঁড়ায় ইনজুরি। ইনজুরি থেকে ফিরে এই টুর্নামেন্টে অংশ নিতে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো তাকে। অবশেষে আজ (সোমবার) ফিটনেস পরীক্ষায় দিয়েছেন তানজিম এবং সেখানে উত্তীর্ণ হয়েছেন এই পেসার।

আরও পড়ুন:

» অনুশীলনের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় কোচ

» সাকিব-রাজাদের বিরল রেকর্ডে ভাগ বসালেন স্টয়নিস 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শর্ত পূরণ হওয়ায় তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। বিসিবি সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন তানজিম সাকিব।

এদিকে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও অংশ নিচ্ছে। গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ দেখায়নি। তাই তামিমদের পরিবর্তে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে রংপুর।

এই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে রংপুর। আজ রাতেই দেশ ছাড়বে প্রথম বহর। আগামী ২৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তানজিমদের গায়ানা। এর পরদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট