আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এছাড়া তিন ধাপ এগিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ।
ভারতের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন মিরাজ। একটি সেঞ্চুরিতে ১৪১ রান এবং প্রথম দুম্যাচেই বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তিনি। এছাড়া বল হাতে ৪ উইকেট নেন মিরাজ। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান মিরাজের। এতে সিরিজ সেরার পুরস্কারও পান তিনি।
আর এতেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ২৮৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নেন মিরাজ। ৩১০ রেটিং নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ৩৮৯ রেটিং নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন সাকিব।
আরও পড়ুন: ইউরোপে আম্পায়ারিংয়ের ডাক পেয়েছে বাংলাদেশের লাকী
অপরদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দ্রুততম ডাবল-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ভারতের ব্যাটার ইশান কিশান। ১৩১ বলে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে ব্যাটারদের তালিকায় ১১৭ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা পেয়েছেন কিশান।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২২/এসএ