Connect with us
ক্রিকেট

একের পর এক দল হারাচ্ছেন সাকিব, কী হবে ভবিষ্যত?

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়– কথাটি যেন সাকিব আল হাসানের জন্য বেশ ভালোভাবেই প্রযোজ্য। সময়টা যে একদমই ভালো যাচ্ছে না এই টাইগার অলরাউন্ডারের জন্য। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হারিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের লিগেও দল হারালেন সাকিব।

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে গত আসরে খেলেছিলেন তিনি। আসন্ন মৌসুমে কেবল ব্যাট হাতে খেলার সুযোগ ছিল তার। তবে শেষ পর্যন্ত স্কোয়াড থেকেই বাদ পড়লেন এই টাইগার অলরাউন্ডার। এ যেন ক্রিকেট থেকে সাকিবকে একে বারেই দূরে সরিয়ে দিচ্ছে নিয়তি।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই যেন বাজে সময়ের মধ্যেই দিয়ে যাচ্ছেন সাকিব। আওয়ামীলীগ এর সংসদ সদস্য হওয়ায় ও ছাত্র আন্দোলনে নিরব ভূমিকা পালন করায় হয়েছিলেন বেশ সমালোচিত। তাই দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চাইলেও সে সুযোগ পাননি তিনি।

আর তারপরই সন্দেহজনক বোলিং অ্যাকশনের কবলে পড়েন দীর্ঘদিন ক্রিকেট মাতানো এই টাইগার। একে একে দুই দফা নিজের বোলিং অ্যাকশন বৈধতার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছেন সাকিব। নিজ দেশের ঘরোয়া ক্রিকেট বাদে সকল প্রকার ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি। এতে করে শঙ্কা দেখা দিয়েছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে।

আরও পড়ুন:

» বাংলাদেশের কাছ থেকে ‘অঘটন’ আশা করেন ডি ভিলিয়ার্স

» রিকি পন্টিংয়ের মন্তব্যের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাহিম

কেননা এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন এই টাইগার অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট থেকেও একপ্রকার নিজেকে সরিয়ে ফেলেছেন নিজেকে। কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। তবে সেটার মেয়াদও তিনি দিয়ে রেখেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না সাকিবকে। আর নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে আবারও ফেল করলে আগামী এক বছরে পরীক্ষাই দিতে পারবেন না তিনি। সবকিছু মিলিয়ে, আবার পরীক্ষা দিয়ে নিজের নিষেধাজ্ঞা কাটালেও আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে কিনা জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া সাকিবকে, তা সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, গেল বছর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আম্পায়াররা। সেই প্রেক্ষিতে তাকে দিতে হয়েছে বোলিংয়ের অ্যাকশন পরীক্ষা। যেখানে ত্রুটিপূর্ণ অ্যাকশনের অভিযোগে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরবর্তীতে চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও তিনি হয়েছেন ব্যর্থ।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট