ব্যাট ও বল হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বেশ কিছুদিন ধরেই চেনা ছন্দে নেই এই টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট ও বল হাতে আসে নরক পারফরম্যান্স করতে পারেননি তিনি। যা বাংলাদেশ দলের জন্য কিছুটা দুশ্চিন্তার।
তবে সাকিব কীভাবে অফফর্ম কাটিয়ে চেনা ছন্দে ফিরতে পারবেন তার সমাধান দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
গতকাল (শনিবার) সাকিবের অফফর্ম নিয়ে গনমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস। সাকিব আরেকটু ওয়ার্কআউট এবং আরেকটু কঠোর পরিশ্রম করলেই চেনা ছন্দে ফিরতে পারবেন বলে মনে করেন তিনি, ‘সাকিব সবসময় পারফর্ম করুক আমরা সেটাই চাই । সে একজন অলরাউন্ডার, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সে অবদান রাখে। আমার মনে হয় সে যদি আরেকটু ওয়ার্কআউট করে, আরেকটু হার্ডওয়ার্ক করে অবশ্যই ফর্মে ফিরবে। আশা করি সে আগামী ম্যাচগুলোতে অবদান রাখবে।’
আরও পড়ুন:
» লিটনের ধীরগতির ইনিংস নিয়ে তামিমের সমালোচনা
» মেহেদি হাসান মিরাজের সঙ্গে আমির হামজার ছবি ভাইরাল
গতকাল (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। দলের প্রয়োজনীয় মুহূর্তে ১৪ বলে মাত্র ৮ রান করে আউট হয়ে যান তিনি। তাছাড়া বল হাতেও জ্বলে উঠতে পারেননি। ৩ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচায় কোনো উইকেট শিকার করতে পারেননি এই অলরাউন্ডার। তবে আগামী ম্যাচগুলোতে সাকিব চেনা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস জালাল ইউনুসের।
আগামীকাল (১০ জুন) নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে আরও ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিতে চাইবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/বিটি