ছাত্র জনতা গণ-আন্দোলনের মাধ্যমে গত ৫ ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। একে একে দেশ ছেড়েছন বড় বড় নেতাকর্মীরা। অনেক মন্ত্রী ও নেতারা গ্রেফতারও হয়েছেন।
তেমনি আওয়ামী সরকারের সময় সংসদ সদস্যা হিসেবে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত হন সাকিব আল হাসান। আওয়ামী সরকারের সংসদ সদস্যা হওয়ায় অন্যদের ন্যায় তার নামেও হয়েছে হত্যা মামলা। এমন অবস্থায় সাকিবের দেশে ফেরা নিয়ে প্রবল সংশয় রয়েছে।
দেশে ফিরলে যেকোনো মুহুর্তে গ্রেফতার করতে পারেন সাকিব আল হাসান। তবে সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানজের শাহরিয়ার নাফিস সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো প্রকার সংশয় দেখছে না। তিনি বলেন,’ অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে সাকিবের কোনো বাঁধা নেই।’
গণমাধ্যমকে তিনি জানান, সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন বিসিবি কতৃপক্ষ। সেখানে প্রধান উপদেষ্টার সাথে আইন ও ক্রিড়া উপদেষ্টারাও আশ্বাস দিয়েছেন যে মিথ্যা মামলায় কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।
সাকিব দেশের মাটিতে সিরিজে খেলবেন কি না এমন প্রশ্নে নাফিস বলেন, ‘ইনজুরি ইস্যু এবং ভারসাম্যপূর্ণ দলগঠনে কোনো সমস্যা না ঘটলে তার খেলতে কোনো বাধা নাই বলে মনে করেন তিনি। এমনকি অন্তবার্তীকালীন সরকারও এবিষয়ে তাঁদের মতামত সুস্পষ্ট।
আরও পড়ুন : নিরাপত্তা পর্যবেক্ষণ করে কতটা সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা?
ক্রিফোস্পোটর্স/২৪সেপ্টেম্বর২৪/এসআর