Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব!

Shakib is returning to the second test!
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানকে সবশেষ লাল সবুজ জার্সিতে দেখা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপে। এরপর থেকেই ইনজুরি ও বিশ্রামের কারণে কয়েক মাস ধরেই জাতীয় দলের বাইরে টাইগারদের সাবেক কাপ্তান। তবে ঘরের মাঠে চলমান লঙ্কান সিরিজে বিশ্রামে থাকা সাকিব দ্বিতীয় টেস্ট খেলতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

সবশেষ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা সাকিব আঙুলের চোটে পড়ে বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলতে পারেননি। বিশ্বকাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হয়নি টাইগার অলরাউন্ডারের। পরে কিউইদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি সাকিব।

দীর্ঘ দিন পর বিপিএল দিয়ে মাঠে ফিরলেও টুর্নামেন্টের পর অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজ থেকে আবার বিশ্রাম নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ছিলেন না। তাছাড়া চলমান টেস্ট সিরিজেও তিনি দলে ছিলেন না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র থেকে জানা গেছে, নিজের মত বদলে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে খেলতে চান সাকিব।

প্রথম টেস্টটি বর্তমানে সিলেটে চলছে। আর দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বোর্ডের এক সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রাম টেস্ট দিয়েই আবার জাতীয় দলে ফিরতে চান সাকিব যাতে বোর্ডও ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে। বিষয়টি নিয়ে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে বিসিবির এক কর্মকর্তা কথা বলেছেন।

ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সাকিব খেলতে চায় আর আমরাও তাকে ফিরে পেতে আশাবাদী। তার হাতে দ্বিতীয় ম্যাচের আগে প্রস্তুতিরও পর্যাপ্ত সময় রয়েছে।’ ফলে বোঝাই যাচ্ছে সাকিবের ব্যাপারে ইতিবাচক সাড়াই দিয়েছে বিসিবি।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেললেও টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিমকে। আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তাই মুশফিকের অনুপস্থিতিতে দলে সাবেক টেস্ট কাপ্তান সাকিবের নতুন করে সংযোজনকে ভালো চোখেই দেখছেন টাইগার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বিশ্বকাপ শেষে ভারত সফরে যাবে বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট