Connect with us
ক্রিকেট

সাকিবের আজ দেশে ফেরার কথা, তবে দেখা দিয়েছে জটিলতা

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে হতে যাচ্ছে সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের সমাপ্তি। এরই মাঝে সাকিবকে রেখে হোম সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। তাই দলের সঙ্গে যুক্ত হতে দেশে ফিরতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে দুবাই থেকে দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে কিছুটা জটিলতা।

ভারত সিরিজ শেষে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। এবার ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রথমে দুবাই এসেছেন এই টাইগার ক্রিকেটার। সেখান থেকেই আজ সরাসরি দেশে আসার কথা ছিল তার। তবে দুবাই থেকে তাঁকে এখনই ঢাকায় আসতে নিষেধ করা হয়েছে। গতকাল রাতে এক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে সাকিবের ঘনিষ্ঠ সূত্র।

মূলত নিরাপত্তা জনিত কারণে তাকে এখনই দেশে প্রবেশ করতে মানা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা পূর্ণাঙ্গ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলা হয়েছে দুবাইয়েই। এমন ঘটনায় স্বজনদের কাছে হতাশা প্রকাশ করার কথা শোনা যায় সাকিবের। যদিও কারা তাকে এখনই দেশে প্রবেশ করতে মানা করেছে তা জানা যায়নি।

আরও পড়ুন:

» যে লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

» মিরপুর টেস্টে সাকিবকে দলে রাখার কারণ জানালেন নির্বাচক

আপাতত সাকিবের ফ্লাইটের সূচি নির্ধারণ করা হয়েছে বিকেলে। তবে সেই ফ্লাইট নিয়েও শতভাগ নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। তবে আশা করা যায় আগামীকাল জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে আগামী ২৫ অক্টোবর ফিরে যাওয়ার কথা রয়েছে সাকিবের।

এর আগে জানা গিয়েছিল, দেশে আসলে সিরিজ চলাকালে কড়া নিরাপত্তার মধ্যে থাকবেন সাকিব। শোনা গেছে কমান্ডো নিরাপত্তা দেয়া হতে পারে তাকে। এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে আইনি কোন জটিলতা নেই বলে অনেকটাই নিশ্চিত করেছেন যুগ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে নিরাপত্তা দেওয়ার কথাও বলেছেন।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট