বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ এর দুই পাণ্ডব – সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশ সেরা এই দুই তারকার মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা এখন অজানা নয় কারো। তবে ব্যক্তিগত দ্বন্দ্বের কথা ভুলে ‘সাবেক বন্ধু’ সাকিবকে বাংলাদেশের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্রিকইনফোর এক অনুষ্ঠানে টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান জানান, বাংলাদেশের টপ অর্ডারের সমস্যা সমাধানে সাকিবের উচিত তিন বা চারে ব্যাট করা। এছাড়া সাকিবের কোটার পুরো ৪ ওভারই বল করা উচিত বলে মন্তব্য করেন ‘খান সাহেব’।
চলতি বিশ্বকাপে বোলারদের কল্যাণেই মূলত সেমির স্বপ্ন টিকে আছে টাইগারদের। আর ব্যাটাররা এখনো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে দলের টপ অর্ডার। সাকিবের মত অভিজ্ঞ ব্যাটারও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে নিজের ছাঁয়া হয়ে আছেন। তামিমের আশা, সুপার এইটের বাকি ম্যাচগুলোতেও এমন রূপে দেখা দিবেন সাকিব।
এ প্রসঙ্গে ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে তামিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। বছরের পর বছর দলের হয়ে সে দুর্দান্ত খেলে যাচ্ছে। কিন্তু তার মত বড় ক্রিকেটারকে এমন বড় ম্যাচগুলোতেও পারফর্ম করতে হবে। কিন্তু বিশ্বকাপে দেখা যাচ্ছে, সে ব্যাট হাতে স্ট্রাগল করছে। এমন হলে তার উচিত হবে তিন বা চারে নেমে ব্যাট করা, এতে সে উইকেটে সেট হওয়ার সময় পাবে। কারণ বিশ্বসেরা বোলিং ইউনিটকে চ্যালেঞ্জ জানানোর অভিজ্ঞতা তার আছে।’
চলমান আসরে পাঁচ ম্যাচে মোট ১০.২ ওভার বল করেছেন সাকিব। তামিম মনে করেন, সাকিবের উচিত বল হাতেও নিজের অভিজ্ঞতা কাজে লাগানো। পূর্ণ ৪ ওভারই বল করা উচিত বলে তামিমের মত। এ বিষয়ে তামিম বলেন, ‘পেসাররা ভালো করলেও মনে রাখতে হবে, সাকিব দলের সেরা বোলার। অনেক বছর ধরে সে এই একই কাজ করে আসছে। ভুল না করলে ভারতের বর্তমানে সেরা ব্যাটার সূর্য কুমার যাদবকে শেষ দুই দেখায় দু’বারই সাকিব আউট করেছে। একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে, আরেক বার এশিয়া কাপে। সুতরাং দলে সেরা বোলারকে দিয়ে ৪ ওভারই বল করানো উচিত।’
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে আজ রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এমএস
More in ক্রিকেট
-
সিরিজে সমতা ফেরানোর ম্যাচে মুশফিকের বিকল্প কে?
আফগানিস্তান সিরিজে খেলছেন না দলের নিয়মিত উইকেটরক্ষক লিটন কুমার দাস। জ্বরের কারণে এই সিরিজ...
-
কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এবার নিলামে নামছে পাঞ্জাব কিংস
আইপিএল-২০২৫ এর নিলাম শুরু হচ্ছে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ। এবারের আইপিএলের মেগা...
-
বিসিবি কোনো রকমে চলছে, পরিবর্তন হয়নি : আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে-প্রশ্নটা উঠলেই যার নাম মাথায় আসে তিনি হলেন...
-
আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের
চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক...
-
র্যাঙ্কিংয়ে কোহলির বড় অবনতি, লিটন-মুশফিকরা কোথায়?
ব্যাট হাতে সময়া ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অনেকদিন ধরেই রানখরায় ভুগছেন এই তারকা।...
-
বাংলাদেশের সবকিছুতেই ছিল ক্লান্তির ছাপ : বুলবুল
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি মূলত আফগানিস্তান ক্রিকেট...
-
ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত...
-
আফগান সিরিজে দুঃসংবাদ, অনিশ্চিত হয়ে পড়লেন মুশফিক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এবার...