বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ এর দুই পাণ্ডব – সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশ সেরা এই দুই তারকার মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা এখন অজানা নয় কারো। তবে ব্যক্তিগত দ্বন্দ্বের কথা ভুলে ‘সাবেক বন্ধু’ সাকিবকে বাংলাদেশের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্রিকইনফোর এক অনুষ্ঠানে টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান জানান, বাংলাদেশের টপ অর্ডারের সমস্যা সমাধানে সাকিবের উচিত তিন বা চারে ব্যাট করা। এছাড়া সাকিবের কোটার পুরো ৪ ওভারই বল করা উচিত বলে মন্তব্য করেন ‘খান সাহেব’।
চলতি বিশ্বকাপে বোলারদের কল্যাণেই মূলত সেমির স্বপ্ন টিকে আছে টাইগারদের। আর ব্যাটাররা এখনো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে দলের টপ অর্ডার। সাকিবের মত অভিজ্ঞ ব্যাটারও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে নিজের ছাঁয়া হয়ে আছেন। তামিমের আশা, সুপার এইটের বাকি ম্যাচগুলোতেও এমন রূপে দেখা দিবেন সাকিব।
এ প্রসঙ্গে ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে তামিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। বছরের পর বছর দলের হয়ে সে দুর্দান্ত খেলে যাচ্ছে। কিন্তু তার মত বড় ক্রিকেটারকে এমন বড় ম্যাচগুলোতেও পারফর্ম করতে হবে। কিন্তু বিশ্বকাপে দেখা যাচ্ছে, সে ব্যাট হাতে স্ট্রাগল করছে। এমন হলে তার উচিত হবে তিন বা চারে নেমে ব্যাট করা, এতে সে উইকেটে সেট হওয়ার সময় পাবে। কারণ বিশ্বসেরা বোলিং ইউনিটকে চ্যালেঞ্জ জানানোর অভিজ্ঞতা তার আছে।’
চলমান আসরে পাঁচ ম্যাচে মোট ১০.২ ওভার বল করেছেন সাকিব। তামিম মনে করেন, সাকিবের উচিত বল হাতেও নিজের অভিজ্ঞতা কাজে লাগানো। পূর্ণ ৪ ওভারই বল করা উচিত বলে তামিমের মত। এ বিষয়ে তামিম বলেন, ‘পেসাররা ভালো করলেও মনে রাখতে হবে, সাকিব দলের সেরা বোলার। অনেক বছর ধরে সে এই একই কাজ করে আসছে। ভুল না করলে ভারতের বর্তমানে সেরা ব্যাটার সূর্য কুমার যাদবকে শেষ দুই দেখায় দু’বারই সাকিব আউট করেছে। একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে, আরেক বার এশিয়া কাপে। সুতরাং দলে সেরা বোলারকে দিয়ে ৪ ওভারই বল করানো উচিত।’
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে আজ রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এমএস
More in ক্রিকেট
-
ছক্কায় শুধু ক্রিস গেইলকে ছোঁয়া বাকি তানজিদের
বিপিএলের এবারের আসরে দুর্দান্ত সময় পার করছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে একের পর...
-
বিপিএলে নতুন রেকর্ড গড়ার পথে লিটন-তানজিদ জুটি
চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে দলগতভাবে...
-
বিপিএলে ঢাকার চমক, চিটাগংকে হারিয়ে টেবিলের চারে
দুই ম্যাচে আগেও বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ঢাকা ক্যাপিটালস। তবে পরপর টানা দুই...
-
ইতিহাস গড়ে বিশ্বকাপ টিকিটের আরও কাছে বাংলাদেশের মেয়েরা
প্রথম ইনিংসে যখন ১৮৪ রান সংগ্রহ করল বাংলাদেশের নারী দল, তখন লাল সবুজের ভক্ত...
-
সাকিবের রেকর্ড ভেঙে বিপিএলে সেরা হওয়ার পথে তাসকিন
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দুর্বার রাজশাহীর জন্য।...
-
চট্টগ্রামের সেই খুদে ভক্তের সঙ্গে দেখা করলেন লিটন
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। ব্যাট হাতে দীর্ঘদিন ফর্মহীন থাকায়...
-
বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য বিপিএলে আইরিশ ক্রিকেটার
একজন ক্রিকেটার হিসেবে উন্নতি করতে এবং পরিণত হতে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে থাকেন ক্রিকেটাররা।...
-
জার্সিতে পাকিস্তানের নাম রাখা নিয়ে নতুন বিতর্ক, কী বলছে আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামছেই না! দীর্ঘ নাটকীয়তার পর গত ডিসেম্বরের চ্যাম্পিয়ন্স ট্রফির...