বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ এর দুই পাণ্ডব – সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশ সেরা এই দুই তারকার মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা এখন অজানা নয় কারো। তবে ব্যক্তিগত দ্বন্দ্বের কথা ভুলে ‘সাবেক বন্ধু’ সাকিবকে বাংলাদেশের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্রিকইনফোর এক অনুষ্ঠানে টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান জানান, বাংলাদেশের টপ অর্ডারের সমস্যা সমাধানে সাকিবের উচিত তিন বা চারে ব্যাট করা। এছাড়া সাকিবের কোটার পুরো ৪ ওভারই বল করা উচিত বলে মন্তব্য করেন ‘খান সাহেব’।
চলতি বিশ্বকাপে বোলারদের কল্যাণেই মূলত সেমির স্বপ্ন টিকে আছে টাইগারদের। আর ব্যাটাররা এখনো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে দলের টপ অর্ডার। সাকিবের মত অভিজ্ঞ ব্যাটারও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে নিজের ছাঁয়া হয়ে আছেন। তামিমের আশা, সুপার এইটের বাকি ম্যাচগুলোতেও এমন রূপে দেখা দিবেন সাকিব।
এ প্রসঙ্গে ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে তামিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। বছরের পর বছর দলের হয়ে সে দুর্দান্ত খেলে যাচ্ছে। কিন্তু তার মত বড় ক্রিকেটারকে এমন বড় ম্যাচগুলোতেও পারফর্ম করতে হবে। কিন্তু বিশ্বকাপে দেখা যাচ্ছে, সে ব্যাট হাতে স্ট্রাগল করছে। এমন হলে তার উচিত হবে তিন বা চারে নেমে ব্যাট করা, এতে সে উইকেটে সেট হওয়ার সময় পাবে। কারণ বিশ্বসেরা বোলিং ইউনিটকে চ্যালেঞ্জ জানানোর অভিজ্ঞতা তার আছে।’
চলমান আসরে পাঁচ ম্যাচে মোট ১০.২ ওভার বল করেছেন সাকিব। তামিম মনে করেন, সাকিবের উচিত বল হাতেও নিজের অভিজ্ঞতা কাজে লাগানো। পূর্ণ ৪ ওভারই বল করা উচিত বলে তামিমের মত। এ বিষয়ে তামিম বলেন, ‘পেসাররা ভালো করলেও মনে রাখতে হবে, সাকিব দলের সেরা বোলার। অনেক বছর ধরে সে এই একই কাজ করে আসছে। ভুল না করলে ভারতের বর্তমানে সেরা ব্যাটার সূর্য কুমার যাদবকে শেষ দুই দেখায় দু’বারই সাকিব আউট করেছে। একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে, আরেক বার এশিয়া কাপে। সুতরাং দলে সেরা বোলারকে দিয়ে ৪ ওভারই বল করানো উচিত।’
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে আজ রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এমএস
More in ক্রিকেট
-
হুড়মুড় করে ভেঙে পড়লো ব্যাটিংলাইন, শিরোপা হারালো বাংলাদেশ
প্রথমবারের মতো আয়োজিত নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার খুব কাছেই চলে গিয়েছিল বাংলাদেশ। ভালো...
-
বিপিএল মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী, নেবেন কত?
দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএ-২০২৫। আসরটি সামনে রেখে মাস্কাট ডানা-৩৬সহ অভিনব অনেক...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ-ভারত
নারীদের হাত ধরে আরো একটি সাফল্যের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট৷ ২০১৮ সালে মালয়েশিয়ার মাটিতে ভারতকে...
-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব-তামিম? যা বলছে বিসিবি
গত ১৫ মাস ধরে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তামিম ইকবালের। ২০২৩ সালের...
-
এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির
চলতি মাসে বাংলাদেশের ক্রিকেটে আরো একটি সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া...
-
জাকেরের ব্যাটিংয়ে খুশি সালাউদ্দিন, জানালেন সাফল্যের রহস্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর দিয়ে সবার নজরে আসেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী।...
-
এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। গত নভেম্বরের আফগানিস্তান...
-
বিপিএলে থাকবে ২ বিদেশি আম্পায়ার, দেখা মিলবে আধুনিক প্রযুক্তিও
আর সপ্তাহখানেক পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের একাদশ আসর। সবকিছুই নতুন আঙ্গিকে...