
বাংলাদেশে নিয়মিত আয়োজন হয় জাতীয় স্কুল ক্রিকেট লিগ। যেখান থেকে প্রায়ই বিসিবির বয়সভিত্তিক দলে উঠে আসেন প্রতিভাবান ক্রিকেটাররা। এবার সেখানেই এক বিরল নজির গড়েছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মুস্তাকিম হাওলাদার। দেশের স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে তিনি খেলেছেন ৪০০ এর অধিক রান।
অসাধারণ এই কীর্তির পর প্রাইম ব্যাংকের এক কর্তার আমন্ত্রণে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোচ মোহাম্মদ শ্রাবণের সঙ্গে আসেন মুস্তাকিম। মিরপুরে এসে তিনি জানিয়েছেন তার আইডলের কথা। যিনি আর কেউ নন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের সাথে পুরনো স্মৃতি মনে করে মুস্তাকিম বলেন, ‘আমার আদর্শ বলতে আছেন সাকিব আল হাসান ভাই। ওপেনিংয়ের পাশাপাশি আমি লেগ স্পিন করি। যখন বিকেএসপিতে ট্রায়াল দিতে এসেছিলাম, সাকিব ভাইয়ের সঙ্গে তখন দেখা হয়েছিল। সাকিব ভাই মাঠে অনেক পরিশ্রম করেন। দেখতে ভালো লাগে।’
আরও পড়ুন:
» ফাহমিদুল ইস্যুতে আজ বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক
» সোহাগ গাজী-লিটন দাসদের ম্যাচসহ আজকের খেলা (১৯ মার্চ ২৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেন্ট জর্জেস স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে ১৭০ বলে ৪০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুস্তাকিম। রোজা রেখে পুরো ৫০ ওভার উইকেটে কাটিয়ে দেন তিনি। তার ইনিংসে ছিল ৫০টি চার ও ২২টি ছক্কা। উইকেটে ছিলেন ২৬০ মিনিট। মুস্তাকিমের এই ব্যাটিংয়ে ভর করে ক্যামব্রিয়ান স্কুল তুলেছিল ২ উইকেটে ৭৭০ রান, যা স্কুল ক্রিকেটে এক অনন্য রেকর্ড।
তার সতীর্থ সাদ পারভেজও এদিন বিধ্বংসী ব্যাটিং করেন, ১২৪ বলে ২৫৬ রান করেন তিনি। প্রতিপক্ষ দল মাত্র ৩২ রানে অলআউট হলে ক্যামব্রিয়ান স্কুল ৭৩৮ রানের অবিশ্বাস্য জয় পায়। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এত বড় ব্যবধানে জয়ের কোনো নজির নেই।
ম্যাচ শেষে মুস্তাকিম বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এমন ইনিংস খেলতে পেরেছি। আমার লক্ষ্য এখন ধারাবাহিক ভালো করে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়া। মা-বাবা সব সময় পাশে থাকেন, তাঁদের স্বপ্নপূরণের জন্য আরও বড় ইনিংস খেলতে চাই। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে চাই।’
দেশের ক্রিকেটে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের, যিনি ২০২০ সালে জাতীয় ক্রিকেট লিগে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে স্বীকৃত ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার।
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৫/এফএএস
