বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবাল এখন সাবেক অধিনায়ক। গত বৃহস্পতিবার অধিনায়কত্ব ও এশিয়া কাপ থেকে সড়ে যাওয়ার কথা জানানোর পরে নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে শুরু হয় নানান ধরনের আলোচনা ও জল্পনা-কল্পনা।
তামিমের অবর্তমানে দেশের অধিনায়কত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত লিটন কুমার দাস। তবে বিশ্বকাপকে সামনে রেখে নতুন অধিনায়ক হিসেবে লিটনে ভরসা করতে চাননি ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়াও বর্তমান বোর্ড কর্তাদের থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদেরও প্রথম পছন্দ ছিলো দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে সাকিব গুঞ্জনই সত্য হতে যাচ্ছে।
ক্রিফোস্পোর্টসের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে দেশের ক্রিকেটের নতুন অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান।
বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। সেখানেই দুই একদিনের ভেতরে সাকিবের কাছে বোর্ডের চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হবে বলে জানা গিয়েছে।
সূত্রের মাধ্যমে আরও জানা যায়, ‘বোর্ড সভাপতি নিজেই বিষয়টি দেখছেন। দু-একদিনের ভেতরই চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হবে তার কাছে। ক্রিকেট বোর্ড সাকিবের সিদ্ধান্ত মেনে নেবে। পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদেই তাকে দলের দায়িত্ব দেয়ার।’
শ্রীলঙ্কায় সাকিবের কাছে অধিনায়কত্বের চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো এবং সাকিবের রাজি হওয়া, সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগতে পারে আরও ৪-৫ দিন। তবে সাকিবের হাতেই দায়িত্ব দিতে চায় বিসিবি।
আরও পড়ুন: ফেসবুক স্ট্যাটাসে “নো মোর ক্রিকেট… ” লিখে বিদায় রুমানার
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৩/এমএইচ