Connect with us
ক্রিকেট

এবার দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে খেলা অনিশ্চিত সাকিবের

Sakib al Hasan
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

নিরাপত্তা ইস্যুর কারণে দেশে ফিরতে পারছেন সাকিব আল হাসান। একই কারণে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলা হয়নি বিশ্বসেরা এ অলরাউন্ডারের। তবে এবার দেশের বাইরে আফগানিস্তান সিরিজেও সাকিবের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

ঘরে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলছে বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) জহুর আহমেদ চৌধুরী সিরিজে দ্বিতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবেন টাইগাররা। এ ম্যাচের পরই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আফগানিস্তানের বিপক্ষে এ সিরিজে সাকিব খেলবেন কি-না এ নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। তবে সাকিবের খেলা না হওয়ার সম্ভাবনা বেশি বলে নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও স্কোয়াডে জায়গা পেলে খেলার জন্য প্রস্তুত তিনি।

আসন্ন সিরিজে খেলার বিষয়ে ক্রিকবাজকে সাকিব বলেন, ‘ আমি বলতে পারবো আমার খেলা হবে কি-না। এটা বিসিবি ভালো জানে।’ অবশ্য সাকিবের খেলার প্রসঙ্গে এখনও বিসিবি থেকে কিছু বলা হয়নি। বিশেষ সূত্রে জানা যাই, বোর্ড চাইলে সাকিবকে নির্বাচক প্যানেল এ সিরিজে রাখবেন।

এর আগে ভারত সিরিজের মাঝ পথে আন্তর্জাতিক টেস্ট এবং টি-টুয়ান্টি থেকে নিয়েছেন সাকিব। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিবেন তিনি।

উল্লেখ্য, আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের কয়েকদিন পর-ই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট : একদিন আগে দলে পরিবর্তন আনল বিসিবি

ক্রিফোস্পোর্টস/২৮ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট