আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক বছর খেলেছেন সাকিব। এবার আমেরিকার ফ্রাঞ্চাইজি লিগ দিয়ে আবারো শাহরুখের দলে খেলার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।
শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে সাকিবকে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। পোস্টের ক্যাপশনে তারা লিখেছে, ‘যুক্তরাষ্ট্রে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য এলএ নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।’
সাকিবকে দলে ভিড়িয়ে নাইট রাইডার্স গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাকিবের সঙ্গে নাইট রাইডার্স পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। তিনি কেকেআরের হয়ে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ ও ২০১৪ আইপিএলে আমাদের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনি–সোনালি জার্সিতে আবারও তাকে দেখতে আমরা মুখিয়ে আছি।’
লস অ্যাঞ্জেলস দলে সাকিব ছাড়াও আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়ের মতো বড় বড় তারকা রয়েছেন। এছাড়া আরো বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলবেন এই ফ্রাঞ্চাইজিতে।
৬ টি দল নিয়ে মাঠে গড়ায় এমএলসি। ইতোমধ্যে এর একটি আসর শেষ হয়েছে। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক। আগামী ৫ জুলাই থেকে মাঠে গড়াবে এর দ্বিতীয় আসর।
আরও পড়ুন: আগুয়েরোর রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার বিস্ময়বালক অ্যাপোলিনো
ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/বিটি