আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে ১৬ বলে করেন ২৭ রান করার পথে নতুন একাধিক মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান এবং ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করল সাকিব।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে রংপুর রাইডার্সের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩ চার এবং ১ ছক্কার এই ইনিংস খেলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এছাড়াও তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান করেছেন সাকিব।
সকল ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে সাকিব আল হাসান ৪২১ ম্যাচ খেলে করেছেন মোট ৭০১৯ রান। এছাড়াও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৪৭৬ উইকেট। এর আগে এমন কীর্তি করে দেখিয়েছেন কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
আন্দ্রে রাসেল ৪৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৭৯৯২ রান। এছাড়াও তার ঝুলিতে আছে ৪২৪ টি উইকেট। টি-টোয়েন্টিতে এমন অলরাউন্ড পারফরমেন্সের বিচারে ৭ হাজারের বেশি রান এবং ৪০০ এর অধিক উইকেটের মালিক এখন কেবল সাকিব এবং রাসেল।
এছাড়াও এদিন দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ৭ হাজারের অধিক রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এর আগে টাইগার ওপেনার তামিম ইকবাল ২৫৫ ম্যাচ খেলে করেছিলেন ৭৩৮৬ রান। এরপর আর কোন টাইগার ব্যাটার টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬ হাজার রানের ক্লাবেও পৌছায়নি।
আরও পড়ুন: সত্যি হলো গুঞ্জন, টেস্ট দল থেকে বাদ পড়লেন কোহলি!
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এফএএস