চলতি সপ্তাহে গায়ানায় পর্দা উঠছে গ্লোবাল সুপার লিগের। এরই মাঝে টুর্নামেন্টে যোগ দিতে গায়ানায় পৌঁছেছেন ফ্রাঞ্চাইজি দলগুলোর খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতায় টুর্নামেন্টে অংশ নিতে গতকাল (শুক্রবার) গায়ানায় পৌঁছেছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি।
ইতোমধ্যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স শিবিরে যোগ দিয়েছেন সাকিব। সেখানে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলের সদস্যরা। বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ বুধবার দুপুরে গায়ানার উদ্দেশ্যে রওনা হন সাকিব।
চোটের কারণে গ্লোবাল সুপার লিগে সাকিবের শুরুতে খেলা নিয়ে ছিল সংশয়। তবে পরবর্তীতে সেই শঙ্কা কেটে গেছে তাঁর। গত সোমবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ তিনি। ফলে বিসিবির কাছে থেকেও ছাড়পত্র পেয়েছেন এই তরুণ পেসার।
আরও পড়ুন:
» এই উইকেটে চারশোর বেশি রান প্রত্যাশা করছি : লুইস
» যে কারণে হামজাকে পেতে দেরি, সর্বশেষ যা জানা গেল
এদিকে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশ নিতে যাচ্ছে পাঁচটি দেশের ফ্রাঞ্চাইজি দল। প্রথম আসরে খেলবেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল।
টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনালে বিজয়ী দুই দলকে নিয়ে আগামী ৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এসআর/বিটি