ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা। তবে চলমান আসরে টাইগারদের মিশন শুরু হবে আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে গতকাল বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান।
এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিছুটা রসিকতার ছলে সাকিব নিজেদের ‘মায়ের দোয়া ক্রিকেট দল’ বলে সম্বোধন করেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ মূলত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে ক্রিকেট ভক্তরা বাংলাদেশ দল নিয়ে এমন ঠাট্টা করে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ফানি কন্টেন্ট ভিডিও শেয়ার করে অভিমানী ক্রিকেট ভক্তরা বাংলাদেশ ক্রিকেট দলকে ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ হিসেবে আখ্যা দিয়ে থাকে। যেখানে শেখ মাহেদীসহ একাধিক টাইগার ক্রিকেটারদের বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে দোয়া চাওয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়।
বাংলাদেশ ক্রিকেট দল পারফরমেন্সের তুলনায় দোয়ার ওপর বেশি ভরসা করে- এমন একটি মতবাদ অনেকটা ক্ষোভ ও রসিকতার ছলেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে। যা চোখ এড়ায়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের। তাই হয়তো আজ মজার ছলে তিনিও এমন কথা বললেন।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে শান্ত বাহিনী। এছাড়া বিশ্বকাপে নিজেদের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
আরও পড়ুন: স্কিল নয়, ক্রিকেটারদের মানসিকতায় সমস্যা দেখছেন সুজন
ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/এফএএস