আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগের পর্দা উঠবে। পাঁচ দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেবে বিপিএলের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। তবে রংপুরের বাইরে এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন পেসার তানজিম হাসান সাকিব। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন এই তরুণ পেসার।
আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তানজিম সাকিব। আজ (বুধবার) ঢাকা ত্যাগ করেন এই পেসার। প্লেনে চড়ার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লিখেছেন, ‘গায়ানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আল্লাহ সফর সহজ করুক।’
অবশ্য চোটের কারণে তানজিম সাকিবের এই টুর্নামেন্টে খেলা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। চোট থেকে সেরে ওঠার পর ফিটনেস পরীক্ষায় পাস করলেই পেতেন ছাড়পত্র। সোমবার (১৮ নভেম্বর) ফিটনেস পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। এরপরই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পান এই ক্রিকেটার।
আরও পড়ুন:
» ব্যাটিং কোচের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব পেলেন সালাউদ্দিন
» সাব্বিরের দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন নির্বাচক
এদিকে টুর্নামেন্টে অংশ নিতে গতকাল (মঙ্গলবার) দেশ ছেড়েছে রংপুর। যেখানে নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট ৯ জন স্থানীয় ক্রিকেটার ছিলেন।
এই টুর্নামেন্টে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল ভিক্টোরিয়া অংশ নেবে।
আগামী ২৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহর কালান্দার্সের মুখোমুখি হবে তানজিমদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পরদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামবে সোহান-সৌম্যদের রংপুর রাইডার্স।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/বিটি