Connect with us
ক্রিকেট

মোহামেডান ছেড়ে নতুন দলে যোগ দিলেন সাকিব

Shakib left Mohammedan and joined the new team
ডিপিএলে আগামী মৌসুম থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠ মাতাবেন সাকিব। ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নতুন ঠিকানায় যোগ দিলেন সাকিব আল হাসান। ডিপিএলের গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব। আগামী মৌসুম থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ অধিনায়ক।

শনিবার (১৬ ডিসেম্বর) শেখ জামাল ধানমন্ডি ক্লাবে উপস্থিত হয়ে ক্লাবের নতুন একটি ইনডোর উদ্বোধন করেন সাকিব। আর সেখানেই শেখ জামালের সঙ্গে চুক্তির বিষয়টি জানান বাংলাদেশের দলপতি।

শেখ জামালের সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে সাকিব বলেন, ‘এই দলের অংশ হতে পেরে আমি খুবই খুশি। আশা করি শেখ জামালের হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমি দুই বছর তাদের হয়ে খেলব। চেষ্টা থাকবে আমাদের পুরো দলের।’

সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণা করে আরও বলেন, ‘শেখ জামালকে নিয়ে বলতে হলে যা বলতে হয় আসলে এই মাঠে আমি অনুশীলন করতে আসতাম আমার ক্রিকেটের শুরুর দিকে, ২০০৩-০৪ সালের দিকে। তখন থেকেই এই মাঠের সঙ্গে আমার পরিচয়।’

ডিপিএলের গত তিন মৌসুমে মোহামেডানের হয়ে খেলেন সাকিব। যদিও খুব বেশি ম্যাচে সাকিবকে পায়নি দলটি। মাঝে এক মৌসুমে মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলেন এই অলরাউন্ডার। পরবর্তীতে আবারো মোহামেডানে ফিরে আসেন তিনি।

ক’দিন আগেই সাকিব জানিয়েছিলেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট বাদ দিয়ে দেশীয় ক্রিকেটে মনযোগ দিবেন তিনি। এজন্য ভারত এবং পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে থেকে নামও সরিয়ে নিয়েছেন।

আগামী দুই মৌসুম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকবেন সাকিব। জাতীয় দলের ব্যস্ততা বাদ দিয়ে আগামী মৌসুম থেকে ডিপিএলের বেশিরভাগ ম্যাচেই পাওয়া যেতে পারে দেশসেরা এই অলরাউন্ডাকে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ২৫০ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট