Connect with us
ক্রিকেট

মাঠের বাইরে থাকা সাকিব আরও একটি রেকর্ড হারালেন

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গত সেপ্টেম্বরে ভারত সিরিজ চলাকালীন আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই মাঠেই বাইরে আছেন এই তারকা অলরাউন্ডার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলার সুযোগ হয়নি তার। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেও ছিলেন না দেশের ক্রিকেটের পোস্টারবয়।

এক মাসেরও বেশি সময় ধরে মাঠে বাইরে আছেন সাকিব। এরই মাঝে নিজের একটি রেকর্ডও হারিয়েছেন এই তারকা। তাকে ছাপিয়ে সবচেয়ে বেশি বয়সে আইসিসির মাসসেরার পুরস্কার জিতে নিয়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী।

ঘরের মাঠে দীর্ঘদিন পর টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর বাকী দুই ম্যাচে যে প্রত্যাবর্তন দেখিয়ে সিরিজ জিতে নেয় পাকিস্তান, তার অন্যতম কারিগর ছিলেন নোমাল আলী। দুই টেস্টে একাই নিয়েছেন ২০ উইকেট।

আরও পড়ুন:

» বোনের গাড়িতে অল্প বয়সেই জীবন গেল ইকুয়েডরের ফুটবলারের

» অল্প বয়সেই অনন্য কীর্তি গুরবাজের 

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন এই স্পিনার। এই কীর্তি গড়তে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে পেছনে ফেলেছেন নোমান।

Noman Ali Wins CC Men's Player of the Month for October

আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নোমান আলী। ছবি- সংগৃহীত

এই পুরস্কার জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি বয়সে মাসসেরার পুরস্কার জয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন নোমান। ২০২৩ সালের মার্চে ৩৬ বছর বয়সে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব। ২০২১ সালে এই পুরস্কার দেওয়া শুরুর পর থেকে এটাই ছিল সবচেয়ে বেশি বয়সে জেতার রেকর্ড। এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ৩৮ বছর বয়সী নোমান।

দীর্ঘ ১৫ মাস পর ইংল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন নোমান। নিজের সর্বশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও পরবর্তীতে জাতীয় দলে সুযোগ মেলেনি তার। অবশেষে ইংল্যান্ড সিরিজ দিয়ে নিজের সক্ষমতার জানান দিয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের পঞ্চম খেলোয়াড় হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ স্পিনার।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট