ক্যারিয়ারের শুরু থেকেই আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব করে যাচ্ছেন সাকিব আল হাসান। কিছু কিছু সময় র্যাঙ্কিংয়ে ওঠানামা করলেও বেশিরভাগ সময়ই ছিলেন শীর্ষে। শেষ ৫ বছর ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব। তবে এবার শীর্ষস্থান হারালেন এই তারকা অলরাউন্ডার।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই র্যাঙ্কিংয়ে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সাকিবকে টপকে শীর্ষস্থান দখল করেছেন আফগান তারকা মোহাম্মদ নবী।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত খেলেছেন নবী। তারই ফলস্বরূপ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। আর বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটের বাইরে সাকিব। যার ফলে নবীর কাছে তাকে শীর্ষস্থান হারাতে হয়েছে।
বর্তমানে নবীর রেটিং পয়েন্ট ৩১৪। আর দুইয়ে নেমে যাওয়া সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২৮৮।
তবে ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে ২৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন সাকিব। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টয়নিসের পয়েন্ট ২১৭।
টেস্টে ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন সাকিব। ৪১৫ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে বোল্ট, থাকছেন না উইলিয়ামসন
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৪/এমটি