২০২৩ সালের ভারত বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের কথা হয়তো মনে আছে অনেকেরই। তবে গোটা ম্যাচের কথা মনে না থাকলেও সেদিনের এক আলোচিত ঘটনা ভুলে যাওয়ার কথা নয় এত শীঘ্রই। যেদিন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টাইম-আউটের নজির গড়ে দেখান সাকিব আল হাসান।
নতুন ব্যাটার হিসেবে ব্যাটিংয়ের জন্য সময় মতো প্রস্তুত হতে না পারলে, লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেন সাকিব। যে ঘটনা সারা ফেলে ছিল গোটা ক্রিকেট বিশ্বে। আলোচনা হয়েছিল পক্ষে-বিপক্ষে বিস্তর। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রতাদ্বন্দ্বীতায় নতুন অধ্যায় হয়ে উঠেছিল টাইম আউট কাণ্ড।
টাইম আউটের শিকার ম্যাথুসও বিভিন্ন সময় কথা বলেছেন এই ঘটনা নিয়ে। প্রকাশ পেয়েছে সেই ঘটনার প্রতি তার ক্ষোভ। সেই ঘটনাকে ইঙ্গিত করে দুই দেশের ক্রিকেটারদের সেলিব্রেশনও করতে দেখা গেছে একে অপরের বিপক্ষে জয়। এতকিছুর পরেও সাকিব এবং ম্যাথুস বন্ধু হতে পারে ভেবেছিলেন কে?
মন থেকে হোক বা না হোক প্রকাশ্যে হতেই হবে বন্ধু। কেননা আসন্ন বিপিএলে তারা খেলতে যাচ্ছেন একই দলের হয়ে। সতীর্থ হিসেবে শেয়ার করবেন ড্রেসিংরুম। একসঙ্গে মাঠ মাতাবেন, লড়াই করবেন প্রতিপক্ষ বদের। এসব কিছুই এবার দেখা যাবে আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের ডেরায়।
আরও পড়ুন:
» সাফের শিরোপা ধরে রাখতে এবার দলে আছেন যারা
» সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলা কবে কখন?
এবার দেখার বিষয়– যার কারনে টাইম আউট হয়েছিলেন এবং যাকে আউট করে জবাবে ‘টাইম আউট’ সেলিব্রেশন করেছিলেন ম্যাথুস, সেই সাকিবের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে ওঠে তার সতীর্থ হিসেবে। আগামী ডিসেম্বরের ৩০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/এফএএস