সফলতায় ভরা বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের মাঝে সাকিব যেমন ছিলেন রঙিন। তেমনি পুরো জীবনজুড়েই সমালোচনা ছিলো তাঁর নিত্য সঙ্গী। জীবনের নানা আলোচনা- সমালোচনার ভিড়েও নিজের ক্যারিয়ারকে করেছেন রেকর্ডময়।
আগামীকাল (শুক্রবার) কানপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। আরে সেই টেস্টের একদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবসরের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের সাথে ক্রিকেটের বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন সাকিব আল হাসান।
এসময় সাংবাদিকরা শেয়ারবাজার কেলেঙ্কারী এবং হত্যা মামলা নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘দেখুন মামলা করা সবারই একটা ন্যায্য অধিকার। কিন্তু আপনারা সবাই জানেন যখন আন্দোলন চলেছিলো তখন আমি গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডাতে অবস্থান করছিলাম। সুতরাং মামলার সাথে আমি কতটা জড়িত নিশ্চয় আপনারা সবাই বুঝতে পারছেন। সুতরাং এবিষয়ে বেশি কিছু বলতে চাই না।’
এসময় শেয়ারবাজার কেলেঙ্কারি এবং ৫০ লাখ টাকা জরিমানা প্রসঙ্গে জানতে চাইলে সাকিব বলেন, আমার লাইফে আমি নিজে কখনও কোনো ট্রেডে অংশ নেয়নি। কেউ যদি প্রমাণ দেখাতে পারে তাহলে খুশি হবো। এবিষয়গুলো ব্যক্তিভেদে যার যার মতো করেছে। কিন্তু যদি তাঁরা সঠিকভাবে করতো তাহলে বিষয়টা ভালো হতো আমার জন্য। মেন্টালি শান্তি পাইতাম।’
এসময় সাকিব বলেন,’আমার উপর আনা অভিযোগগুলো মিথ্যা। আর এধরনের মিথ্যা অভিযোগগুলো আমাকে কিছুটা মানসিক চাপ সৃষ্টি করেছে। এছাড়াও একজন ব্যক্তির ওপর এধরণের মিথ্যা মামলা আমার মনে হয় না বাংলাদেশের জন্য বহির্বিশ্বে ভালো বার্তা বহন করবে। এগুলো বাইরের দেশে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে বলে আমি মনে করি। তাছাড়া আমি যখন কোনো ট্রেডই করিনি তখন আমার বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সঠিক হবে সেটা চিন্তা করা আমার জন্য দুঃখজনক।’
উল্লেখ্য টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে জানান সাকিব আল হাসান। এছাড়াও ঘরোয়া লিগ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন বলে জানান সাকিব।
আরো পড়ুন : যে শর্তে টেস্ট খেলতে দেশে ফিরবেন সাকিব
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এসআর