Connect with us
ক্রিকেট

সাকিব নাকি শান্ত, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে?

Shanto-Shakib
সাকিব ই থাকছেন নাকি নতুন কেউ নেতৃত্বে আসছেন? ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে আগেই জানিয়েছিলেন সাকিব। তবে সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে এখনও কোন পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব নেতৃত্ব ছেড়ে দিলে পরবর্তীতে বাংলাদেশের নেতৃত্বে কে আসবেন! এ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানান আলোচনা। পরবর্তী অধিনায়ক হিসেবে বিসিবির তালিকায় রয়েছে নাজমুল হোসেন শান্ত , লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজের মতো নাম। তবে সাকিব বিশ্বকাপ পরবর্তী সময়ে বাংলাদেশের নেতৃত্বে থাকবেন কি না সে বিষয়টি এখনও চূড়ান্ত করেননি।

সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, ‘দেখুন, সাকিব নেতৃত্ব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া দরকার ছিল। সাকিবের নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল। সে বলেছিল প্রথম দিকে ওয়ানডে খেলে চলে আসবে। তার মানে সে থাকলে অধিনায়কত্ব করতো। যেহেতু ইনজুরির কারণে সে যেতে পারেনি, তাই শান্ত অধিনায়কত্ব করছে।’

এছাড়া শান্তর নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দায়িত্ব দিয়েছি। পরবর্তীতে সাকিব বা শান্ত, কে অধিনায়কত্ব করবে এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল, সাকিব এখনও আমাদের অধিনায়ক। তার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করে তার পরিকল্পনা জানব। সেটা জানার পরই বুঝতে পারব পরবর্তীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’

আঙুলের চোটের কারণে চলমান নিউজিল্যান্ড সফরের অংশ ছিলেন না সাকিব। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন শান্ত। তার নেতৃত্বেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় পেয়েছে টাইগাররা। তাই সাকিব আগামীতে নেতৃত্বে না থাকলে বাংলাদেশের দীর্ঘ মেয়াদি দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন এই বা হাতি ব্যাটার।

আরও পড়ুন: ব্রাজিল নয়, চুক্তি নবায়ন করে রিয়াল মাদ্রিদেই থাকছেন আনচেলত্তি

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট