অবশেষে সত্যি হয়েছে আশঙ্কা। ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। সবাই চিন্তায় ছিল সাকিবের না এলে টস করতে কে আসবেন? সব আশার দোলাচল ভেঙে টস করতে এলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
ঊরুর চোট থেকে সেরে না ওঠায় সাকিবের পরিবর্তে টাইগারদের আজকের অধিনায়ক শান্ত।পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। ভারতের আগের দলই নেমেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
আরও পড়ুন: টানা চার জয়ে বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এজে