Connect with us
ক্রিকেট

অ্যাকশন পরীক্ষায় সাকিব পাস, খেলতে আর বাধা থাকল না

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সম্প্রতি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি লিগের আম্পায়াররা। নানা সমালোচনায় জর্জরিত সাকিবকে যেন আরও একবার ছিল ঘায়েল করার চেষ্টা। কেননা দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে কখনও তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেনি প্রশ্ন।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। একমাত্র সেই ম্যাচের পরেই ওঠে তার বিরুদ্ধে অবৈধ বোলিং একশনের সেই অভিযোগ। তাই বিষয়টি খতিয়ে দেখতে সাকিবকে অ্যাকশন পরীক্ষা দেওয়ার কথা বলা হয়। তা নাহলে ইংল্যান্ডের ঘরোয়া কোন ক্রিকেটে খেলতে পারবেন না তিনি।

ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। আর এতেই সকল সন্দেহ পরিষ্কার হয়ে যায়। পাওয়া যায়নি কোন ত্রুটি। সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ বলার থাকছে না আর কোন সুযোগ। ক্রিকেটে খেলতে নেই আর কোন বাধা।

আরও পড়ুন:

» বড় স্কোর গড়েও হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

» পাঁচ ম্যাচে লিটনের ৩ ডাক, তামিমের পেছনেই আছেন তিনি

এসময় বিশেষজ্ঞদের সামনে অ্যাকশন পরীক্ষায় মোট চার ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। এই ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে কোনরকম ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছে কাউন্টি কতৃপক্ষ। তাই সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।

প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন সাকিব। সারের হয়ে একমাত্র ম্যাচে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। সে ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আর তাই চলতি মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট