Connect with us
ক্রিকেট

কোহলি-পন্তদের উপহার ও সাংবাদিকদের সম্মাননা পেলেন সাকিব

Shakib received the gift of Kohli-Pant and the honor of the journalists
ম্যাচশেষে সাকিবের সঙ্গে কোহলি ও সাংবাদিকরা। ছবি- সংগৃহীত

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল সংক্ষিপ্ত সংস্করণে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এবার ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হয়ত তার সম্ভাব্য বিদায়ী ম্যাচ ছিল।

সাকিবের ইচ্ছা ছিল দেশে ফিরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট দিয়ে দেশের মানুষের সামনে ক্রিকেটের এই আভিজাত্য সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন এই তারকা। তবে তার সে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেশে তার নিরাপত্তা নিয়ে বিভিন্ন আইনি জটিলতা থাকায় তিনি দেশে নাও ফিরতে পারেন। সেক্ষেত্রে কানপুর টেস্টই হতে পারে তার বিদায়ী টেস্ট।

কানপুর টেস্টের শেষে অনেকটা সেরকম চিত্রই দেখা গেল। ম্যাচের শেষে বাংলাদেশের সাংবাদিকরা বিশেষ সম্মাননা দেন সাকিবকে। এরপর ভারতের দুই তারকা বিরাট কোহলি ও ঋষভ পন্তের থেকে ব্যাট উপহার পান সাকিব। ব্যাট উপহার দিয়ে সাকিবের কাঁধে হাতে রেখে হাসিমুখে কথা বলতে দেখা যায় কোহলিকে। এসময় সাকিবকে বেশ হাসিখুশি দেখায়।

আরও পড়ুন:

» কানপুরেও পারলো না শান্ত-মিরাজরা

» দীর্ঘদিন পর ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে খুশি বিসিবি 

সাকিবের সম্ভাব্য বিদায়ী ম্যাচটা আরো সুখকর হতে পারতো। কানপুর টেস্টে জয় তুলতে না পারলেও অন্তত ড্র করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে বৃষ্টি বিঘ্নতার পরও আড়াই দিনের ম্যাচের ফলাফল নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে টার্গেট দাঁড়ায় ৯৫ রান। ৩ উইকেট হারিয়ে সহজেই এই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই ম্যাচে বল হাতে ৪টি উইকেট শিকার করেছেন সাকিব। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ক্রিকেটার। প্রথম ইনিংসে ৯ এবং দ্বিতীয় ইনিংসে কোনো রানই তুলতে পারেননি এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট