Connect with us
ক্রিকেট

শেবাগের মন্তব্যের জবাব মুখে নয়, ব্যাটে দিলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

দুদিন আগেই সাকিব আল হাসানকে নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। সাকিবকে কটাক্ষ করে অবসর নেওয়ার কথাও বলেছিলেন তিনি। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেবাগের মন্তব্যের জবাব মুখে না দিলেও খেলার মাঠে ব্যাট হাতে ঠিকই দিয়েছেন সাকিব।

মূলত বেশ কিছুদিন যাবত ব্যাটে-বলে ভালো সময় যাচ্ছিল না সাকিব আল হাসানের। গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই যেন নিজের চেনা ছন্দে নেই এই টাইগার তারকা ক্রিকেটার। আর সেই সুযোগেই তাকে নিয়ে ক্রিকবাজের এক অনুষ্ঠানে সমালোচনায় মুখর হয়েছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার শেবাগ।

এর ঠিক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের গুরুত্বপূর্ণ সময়ে খেললেন ৪৬ বলে ৬৪ রানের একটি অসাধারণ ইনিংস; হয়েছেন ম্যাচের সেরা প্লেয়ার; জিতিয়েছেন দলকে। সেখানেই যেন শেবাগের মন্তব্যের সকল জবাব দিয়ে দিলেন সাকিব।

অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেবাগের করা সেই মন্তব্য নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় কখনও কোন প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে।’

‘সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেয়ার কিছু নেই কাউকে। বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে… সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না’– যোগ করেন সাকিব।

ম্যাচ জয়ে দলের হয়ে অবদান রাখতে পেরেই খুশি সাকিব, ‘নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম আজকে হয়ত আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়ত অন্য কারও দিন আসবে।’

সাকিবের খেলা নিয়ে শেবাগের মন্তব্য ছিল এমন, ‘আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভাল হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?’

‘আপনি তো অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন নন। আপনি একজন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলা উচিত। আর এটা তো আপনার কোনো রেগুলার শট না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বিপক্ষে পুল শট খেলবে? আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের বেশি সময় ধরে যার খেলার অভিজ্ঞতা আছে, তার এই সামান্য জ্ঞান থাকা দরকার।’

আরও পড়ুন: মুস্তাফিজ এখন স্মার্ট বোলার, বলছেন সাবেক ভারতীয় ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/১৪জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট