বিশ্বকাপের পর জাতীয় দলে অনেকটাই অনিয়মিত বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নিলেও খেলেননি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুনে। তবে অনিয়মিত হলেও সদ্য প্রকাশিত অলরাউরান্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছেন সাকিব।
আজ বুধবার (১ মে) সবশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে অলরাউরান্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছেন সাকিব আল হাসান। উন্নতি করেছেন লিটন দাস ও তাসকিন আহমেদও।
ব্যাট হাতে ভালো সময় না কাটালেও এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন লিটন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনই সবার শীর্ষে আছেন। টাইগার কাপ্তান শান্ত ৩২ নম্বরে রয়েছেন। সাকিব এক ধাপ পিছিয়ে ৭০ নম্বরে স্থান পেয়েছেন।
টাইগার বোলারদের মধ্যে সবার শীর্ষে ২৪ নম্বরে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ।
এদিকে ২০২৪ সালে এখনো ভারতের হয়ে কোনো টি-টোয়েন্টি না খেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। চোটে পড়ে ভারতের হয়ে চলতি বছরে এখনো ২০ ওভারের ক্রিকেটে ফেরা হয়নি তার।
আইপিএলের মাঝপথে এসে মুম্বাই দলে যোগ দিয়েছেন সূর্যকুমার। এরপরও টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৬১।
সূর্যকুমারের পরে ৮০২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছেন ইংলিশ তারকা ফিল সল্ট। ৭৮৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিনে আছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
তবে র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলে পাঁচ থেকে তালিকার চারে উঠে এসেছেন তিনি। ১০ রেটিং পয়েন্ট বেড়ে পাকিস্তান অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৭৬৩।
এদিকে নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে শাহিন শাহ আফ্রিদি। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শাহিন। ফলে ম্যাচটি ৯ রানে জিতে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে পাকিস্তান।
ভালো বোলিংয়ের পুরস্কার স্বরূপ ৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে উঠে এসেছেন সাবেক ম্যান ইন গ্রিন কাপ্তান।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন কিউই বোলার বেন সিয়ার্স। ২৯ ধাপ এগিয়ে তালিকার ৬০ নম্বরে অবস্থান করছেন তিনি। মাইকেল ব্রেসওয়েল ১৩ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন: রোনালদো-ডি ব্রুইনার রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়ুস
ক্রিফোস্পোর্টস/১মে২৪/এমএস/বিটি