হঠাৎ করে বিশ্বকাপের মাঝপথে ঢাকায় আগমন ঘটে বাংলাদেশ ক্যাপ্টেনের। মুম্বাই থেকে বাংলাদেশ দল কলকাতার বিমান ধরলেও সাকিব চলে আসেন ঢাকায়। এ নিয়ে গতকাল ভক্ত-সমর্থকদের মনে যখন নানা প্রশ্নের উদ্রেক তখন দুপুরের দিকেই জানতে পারা যায় সাকিবের হঠাৎ দেশে ফিরে আশার কারণ।
বিশ্বকাপে এবার ‘ব্যাটসম্যান’ সাকিবের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ৪ ম্যাচে ব্যাট হাতে মাত্র ১৪ গড়ে ৫৬ রান সংগ্রহ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ‘স্বরূপে’ ফিরতেই শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ করতে হঠাৎ ঢাকায় আগমন সাকিবের।
কোচ ফাহিম সাকিবের সঙ্গে ব্যাটিংয়ের কি কি টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেছেন তা না জানালেও তিনি বলেন,’ সাকিবের সাথে আপাতত ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। কাজ শেষে ওকে বেশ চনমনেও দেখাচ্ছে। তবে কতটুকু উন্নতি হলো তা ম্যাচে দেখলেই বোঝা যাবে। দেখা যাক ম্যাচে কতটুকু কার্যকর হয়। আশা করছি ম্যাচে ও ভালো করবে এবং ম্যাচ জেতাতে সাহায্য করবে।
প্রথমদিন ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর আজও ঘন্টা তিনেকের মত অনুশীলন করেন সাকিব। অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২ টার পরে ইনডোর ত্যাগ করেন বাংলাদেশ দলপতি। ২৭ অক্টোবর তার কলকাতায় যাওয়ার কথা থাকলেও জানা গেছে বৃহস্পতিবার রাতেই দলের সাথে যোগ দিতে ঢাকা ছাড়েন সাকিব। রাতেই পৌঁছান কলকাতায়।
আরও পড়ুন: আজও মিরপুরে শৈশবের কোচের কাছে অনুশীলনে সাকিব
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমএস/এজে