Connect with us
ক্রিকেট

দেশে ফিরলেন সাকিব, মাঠে নামছেন কবে?

Shakib returned to the country, when is he going to play?
যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব। ছবি- সংগৃহীত

ইদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ছুটি কাটিয়ে আজ (সোমবার) দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।

ছুটি কাটিয়ে দেশে ফিরলেও আগামী ৩ মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের শুরুর দিকে থাকছেন না সাকিব। প্রথম তিনটি ম্যাচে দলে তাকে রাখা হয়নি। তবে পরবর্তী দুই ম্যাচে তাকে পাওয়া যাবে।

এইসময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তার দল শেখ জামালের হয়ে খেলার কথা রয়েছে তার।

তবে সাকিব দেশে ফিরে সরাসরি নিজ জেলা মাগুরায় চলে গেছেন। শেখ জামালের হয়ে কবে খেলবেন তিনি তা এখনো জানা যায়নি। আগামীকাল আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। তবে এই ম্যাচে সাকিব থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত।

আগামী শুক্রবার (৩ মে) থেকে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাবেক অধিনায়ক সাকিব ছাড়াও নেই মুস্তাফিজ। বর্তমানে আইপিএল খেলছেন তিনি।

বাংলাদেশ দলের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ , তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও মোহম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন: সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যোতিরা, আনন্দে মাতল শিক্ষার্থীরা 

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট