টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে ২ জুন। তবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হতে আরো কয়েকদিন বাকী। এখন অনুশীলন আর বিশ্রামেই সময় কাটছে টাইগারদের। এরই মধ্যে অবসর সময়ে একটি ইসলামিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের কয়েকজন ক্রিকেটার।
গতকাল (২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অ্যালেন নামক একটি মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজিত হয়। সে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ দলের চার ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেখানে তহবিল সংগ্রহের কাজে তারা সহযোগিতা করেছেন।
এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যালেন শহরের মুসলিম গোষ্ঠীদের সংঘ ইসলামিক অ্যাসোসিয়েশন অফ অ্যালেন। যেখানে বাংলাদেশের ক্রিকেটার ছাড়াও প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে যোগদানের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছিল যার মূল্য ছিল ২০ ডলার বা প্রায় ২৩০০ টাকা। টিকিটের টাকা থেকে যতটা অর্থ সংগ্রহ হয়েছে সেগুলো মসজিদ নির্মাণের তহবিলে দেওয়া হয়েছে।
আগামী শনিবার (৮ জুন) বিশ্বকাপ যাত্রা শুরু হবে টাইগারদের। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নাজমুল শান্তরা। পরবর্তীতে ১০ জুন দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করে বাকি দুই ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে লাল-সবুজের দল।
আরও পড়ুন: বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও কত টাকা পাবে বাংলাদেশ?
ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/বিটি