Connect with us
ক্রিকেট

সাকিব বললেন ‘আই ডোন্ট কেয়ার’, ভিডিও ভাইরাল

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল সাকিব আল হাসান। তার-ই পরিপ্রেক্ষিতে সাকিবের দেশে ফেরা নিয়ে চলছ বেশ নাটকীয়তা। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আভাস পেলে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্য বেরিয়ে পড়েন বাংলাদেশি এই পোস্টার বয়। শিক্ষার্থীদের আন্দোলনের জন্য মাঝপথেই থামতে হয় তাকে।

সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর স্মারকলিপিও দিয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচটির নিরাপত্তার বিষয় বিবেচনা করে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

দেশে সাকিবকে নিয়ে যখন সাকিবকে নিয়ে আলোচনা হচ্ছে, তখন আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। মুহূর্তেই ভাইরাল হয়ে যাই। সেই ভিডিওতে সাকিব বলেন , ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতেও পারেন বা পছন্দও করতে পারেন। আমি কেয়ার করি না। তবে আমাকে নিয়ে খেলবেন না।’



ভিডিওটি গতকাল (বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলেও, ভিডিওটি পুরোনো। ধারণা করা হচ্ছে, আবুধাবি টি-টেন লিগের গত আসরে খেলার কোনো এক সময় ভিডিওটির শুট করা হয়েছে । সাকিবকে নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই ভিডিওটি প্রকাশ্যে এনেছে বাংলা টাইগার্স।

আরও পড়ুন: এবার সাকিবের দেশে ফেরার বিষয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা

ক্রিফোস্পোর্টস/১৮ অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট