শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কান টি-টেন লিগ। লঙ্কান টি-টেন লিগের প্রথম আসরেই দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও সৌম্য সরকার। ম্যাচ ফিক্সার অনুযায়ী টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনেই মুখোমুখি হবে সাকিব ও সৌম্য সরকার।
প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া লঙ্কান টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর এবং টুর্নামেন্ট শেষ হবে ১৯ ডিসেম্বর। প্রথম আসরেই সরাসরি চুক্তিতে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিবকে দলে ভিড়িয়েছে গল মারভেলস। আর হাম্বানটোটা বাংলা টাইগার্স ড্রাফট থেকে দলে টেনেছে সৌম্য সরকারকে।
ইতোমধ্যেই লঙ্কান টি-টেন লিগের সূচি ঘোষণা করেছে কতৃপক্ষ। এবারের আসরের প্রথম দিনের প্রথম ম্যাচেই মাঠে নামবো সৌম্য সরকারের হাম্বানটোটা বাংলা টাইগার্স। যেখানে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স।
অন্যদিকে একই দিনে মাঠে নামবে সাকিবের দল গল মারভেলস। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ক্যান্ডি বোল্টস। এর পরের দিনই মুখোমুখি হবে সাকিবের গল মারভেলস এবং সৌম্যর হাম্বানটোটা বাংলা টাইগার্স।
এছাড়াও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ ডিসেম্বর পুনরায় মুখোমুখি হবে গল মারভেলস ও হাম্বানটোটা বাংলা টাইগার্স।
উল্লেখ্য টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এর আগে গ্রুপ পর্বের বাঁধা কাটিয়ে আসা দলগুলো ১৮ ডিসেম্বর দুটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর ম্যাচ খেলবে।
আরো পড়ুন : প্রথমবার বিদেশি লিগে তানজিম, খেলবেন রংপুরের বিপক্ষেও
ক্রিফোস্পোটর্স/১৫নভেম্বর২৪/এসআর