Connect with us
ক্রিকেট

লিজেন্ডস লিগে তামিম-আশরাফুলদের বিপক্ষে খেলবেন সাকিব

Shakib joins Asian Stars in Legends League
এশিয়ান লিজেন্ডস লিগে সাকিবকে দলে নিয়ে এশিয়ান স্টার্স। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এশিয়ার সাবেক ক্রিকেটাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে। সাবেকদের এই টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নেবে। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১০ মার্চ শুরু হবে এই টুর্নামেন্ট,যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স ও এশিয়ান স্টার্স অংশ নেবে। যেখানে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই দলে সাকিব ছাড়া এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা খেলবেন।

এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার কথা ছিল সাকিবের। তিনি এই দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত এশিয়ান স্টার্সের জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন এই তারকা।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ইংলিশ অধিনায়কের পদত্যাগ

» চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা 

এদিকে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি জাতীয় দল থেকে অবসরে যাওয়া তামিম ইকবালও খেলবেন বাংলাদেশ টাইগার্সের জার্সিতে। এর ফলে লিজেন্ডস লিগে আশরাফুল-তামিমদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন সাকিব।

আগামী ১০ মার্চ আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। পরদিন ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ টাইগার্স। এরপর ১২ মার্চ সাকিবের এশিয়ান স্টার্সের মুখোমুখি হবে আশরাফুল-তামিমরা।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, তুষার ইমরান, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), অলক কাপালি, ইলিয়াস সানি, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম।

এশিয়ান স্টার্স স্কোয়াড : সাকিব আল হাসান, কেদার যাদব, দিলশান মুনাবীরা, সৌরভ তিওয়ারি, লাহিরু থিরিমান্নে, মেহেরান খান, শিহান জয়সুরিয়া, আয়ান খান, মাহবুব আলম, সেকুগে প্রসন্ন, শাহবাজ নাদীম, পারভিন্দর আওয়ানা, অভিমন্যু মিঠুন, হাসতি গুল, হামিদ হাসান।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট