Connect with us
ক্রিকেট

নেপালকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ আরও বাড়াতে চান সাকিব

Shakib wants to increase the Eid joy of fans by defeating Nepal
ঈদের দিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় নিয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ তুলনামূলক সহজ দল নেপাল। তাদেরকে হারালেই সুপার এইট নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তদের।

আগামী ১৭ জুন নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এদিন বাংলাদেশে উদ্‌যাপিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন নেপালকে হারিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে চান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল (১৩ জুন) নেদারল্যান্ডসকে হারিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব। নেপালের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেপালের বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে জয় পেতে আমরা মুখিয়ে আছি। আশা করব যে ঈদের দিনে নেপালকে হারিয়ে দেশের সমর্থকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পারি।’

আরও পড়ুন:

» সাকিবের ম্যাচসেরা পারফরম্যান্স নিয়ে শিশিরের পোস্ট

» ইউরো ২০২৪: আসর শুরুর আগে যা জেনে নেয়া দরকার 

এর আগে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে একবার নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল টাইগাররা। সেই ম্যাচে ব্যাট হাতে ১৮ বলে ৩৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর আসন্ন এই ম্যাচেও জ্বলে উঠতে পারেন টাইগার অলরাউন্ডার।

চলতি বিশ্বকাপে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী। আর তাতেই শেষ আটের পথে দলটি। তাই নেট রান রেটের ঝামেলা এড়িয়ে শেষ আট নিশ্চিতে নেপালের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৪জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট