বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এর প্রভাব পড়েছে দেশের প্রতিটি অঙ্গনেই। বাদ যায়নি বাংলাদেশের ক্রিকেটও। এমনকি বিষয়টি দেশ পেরিয়ে বিদেশেও প্রভাব ফেলেছে। এর প্রভাবে কানাডার প্লোবাল টি-টোয়েন্টি লিগে ক্রিকেট খেলাকালীন সময়ে দর্শকদের তোপের মুখে পড়ে লাঞ্চনার শিকার হয়েছেন সাকিব আল হাসান।
সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে লাঞ্ছিত হচ্ছেন আওয়ামী লীগের নেতারা। সুদূর কানাডায় থেকেও লাঞ্ছনা থেকে রক্ষা পাননি সাকিব।
মঙ্গলবার (৬ আগস্ট) কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের মুখোমুখি হয় সাকিবের মিসিসায়ুগা বাংলা টাইগার্স। ঘটনার শুরুটা হয় ফিল্ডিংয়ের সময়। সাকিব বাউন্ডারির কাছে ফিল্ডিংয়ের সময় মাঠের এক প্রান্তে কয়েকজন প্রবাসী দর্শকেরা তাকে বেশ উত্ত্যক্ত করে। ‘সাকিব ভাই পদ আছে না গেছে’- এমন প্রশ্ন করতে থাকে তারা।
আরও পড়ুন:
» বিশ্ব ক্রীড়াঙ্গনে যেভাবে সম্মানিত ড. মুহাম্মদ ইউনূস
» সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করলো ডি স্মার্ট কোম্পানি
তবে ম্যাচ শেষে লাঞ্চনার শিকার হন সাকিব। মাঠ ছেড়ে বেরিয়ে টিম বাসে যাওয়ার সময় দর্শকরা তাকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়। অনেকে তাকে ‘দালাল সাকিব’, ‘টোকাই সাকিব’ বলেও ডাকেন। আবার অনেকে গালাগালিও করেন। এর আগেও একটি ম্যাচে দর্শকের তোপের মুখে পড়েছিলেন এই তারকা অলরাউন্ডার।
মূলত কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে অন্যান্য ক্রিকেটাররা আওয়াজ তুললেও নীরব ছিলেন সাকিব। যাকে দেশের ক্রিকেটের পোস্টারবয় বলা হয়, যাকে তরুণ প্রজন্ম আইডল মানে, তার এমন নীরবতায় শিক্ষার্থী থেকে শুরু করে দেশের জনগণ, এমনকি তার ভক্তরাও ক্ষুব্ধ হয়েছে। এর ফলে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যকে অনেক ট্রল করার পাশাপাশি বয়কটও করেছেন।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৪/বিটি