Connect with us
ক্রিকেট

বিপিএলে অনিশ্চিত সাকিব এবার দল পেলেন লিজেন্ডস লিগে

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একাদশ আসর। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে ঘরোয়া এই সর্বোচ্চ টুর্নামেন্টের। যেখানে আগেভাগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল চিটাগাং কিংস। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনও কোন নিশ্চয়তা নেই সাকিবের খেলার।

শেষ পর্যন্ত বিপিএলে খেলবেন কিনা এমন অনিশ্চয়তা মাঝেই জানা গেল নতুন আরেকটি লেগে দল পেয়েছেন এই তারকা অলরাউন্ডার। এবার সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট লেজেন্ড ক্রিকেট ট্রফিতে নাম লিখেছেন সাকিব। যেখানে তিনি খেলবেন দুবাই জায়ান্টস দলের হয়ে। গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে দুবাই জায়ান্টস।

এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাঘ চলে এসেছে। দুবাই জায়ান্টসে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। আমাদের তারকা অলরাউন্ডারের থেকে বিস্ফোরক পারফরম্যান্স পেতে তৈরি থাকুন।’ বাংলাদেশের জার্সিতে সাকিবের আরেকটি ছবি পোস্ট করে লিজেন্ডস নাইন্টি বলস নামক একটি পেইজে লেখা হয়েছে দুবাই জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

Dubai Giants Post about shakib

সাকিবকে নিয়ে দুবাই জায়ান্টসের পোস্ট।

লিজেন্ডস ক্রিকেট ট্রফির সবশেষ আসরে দুবাই জায়ান্টসের দলে খেলেছেন থিসারা পেসারা, হরভজন সিং, স্যামুয়েল বদ্রির মতো সাবেক ক্রিকেটাররা। এবার এই দলে একই সঙ্গে খেলবেন পেরেরা ও সাকিব। অবশ্য কবে নাগাদ শুরু হবে এই টুর্নামেন্ট তা নিশ্চিত ভাবে জানা যায়নি।

আরও পড়ুন:

» বুমরাহর বিশ্ব রেকর্ডে ঘুরে দাঁড়াল ভারত

» বিপিএলে সাফল্যের চাবিকাঠি স্থানীয় ক্রিকেটাররা, আর্থারের আত্মবিশ্বাস

এদিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় সাকিব আল হাসান খেলতে পারছেন না নিজেদের দেশে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই। যার মূল কারণ ৫ আগস্টের সরকার পতনের পর দৃশ্যপটের পরিবর্তন। যেখানে স্বৈরাচার সরকারের দোসর দাবি করা হয় সাকিবকে। দেশের মাঠে যাতে খেলতে না পারেন তাই বিভিন্ন সময় বিক্ষোভ দেখা যায় এই সাবেক আওয়ামী এমপির বিরুদ্ধে।

অবশ্য কিছুদিন আগেও চিটাগাং কিংস জানিয়েছিল বিসিবি কিংবা সরকার কর্তৃক সাকিবের প্রসঙ্গে কোন কিছু জানানো হয়নি। তাই তাকে আসন্ন এই টুর্নামেন্টে খেলানোর বিষয়ে অনেকটাই ইতিবাচক ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন কিনা সাকিব। আর চিটাগাংয়ের হয়ে সুযোগ পান কিনা মাঠ মাতানোর।

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট