আজ কানপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ এবং দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ম্যাচের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী মাসে ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিজের লাল বলের ক্রিকেট যাত্রার ইতি টানতে চান সাকিব। আর সেই হিসেবে বিদেশের মাটিতে কানপুরের এটিই হবে সাকিবের জন্য আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।
তাই বিদেশের মাটিতে সাকিবের শেষ টি-টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখতে তাকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সাকিবের ঘোষণার পরপরই সংগঠনটির সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অরবিন্দ কুমার বলেন, ‘সাকিবকে ঘটা করে বিদায় দেয়ার আইডিয়াটা দারুণ। আমি অবশ্যই এই ব্যাপারে আমাদের ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বিষয়টি আলাপ করব। এবং আমরা অবশ্যই তাকে কানপুরে স্মরণীয় বিদায় দিতে চাই। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব।’
সাকিব আল হাসান কেবল বাংলাদেশ ক্রিকেটের নয় বরং বিশ্ব ক্রিকেটের একজন তারকা খেলোয়াড়। তার জনপ্রিয়তা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তাই সাকিবের মত একজন ক্রিকেটারকে স্মরণীয় বিদায় দিতে পারা নিজেদের জন্য সম্মানের বলে মনে করেন রাজ্য ক্রিকেট সংস্থার এই কর্মকর্তা।
তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ দল প্রথমবারের মতো কানপুরে এসেছে এবং সাকিব আল হাসানও। এটা করতে পারাটা আমাদের জন্য সম্মানের ব্যাপার হবে। আমরা বিষয়টি সভাপতিকে জানাব। আমরা কীভাবে তাকে সম্মানিত করতে পারি সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: মিরপুরে পাবেন সুযোগ, নাকি কানপুরেই সাকিবের শেষ?
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এফএএস