সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক আয়োজিত সব ধরনের টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয় সাকিবের বোলিং। এরপর আন্তর্জাতিক কিংবা অন্যান্য টুর্নামেন্টে তার বোলিং নিষেধাজ্ঞা নিয়ে শঙ্কা জেগেছিল। অবশেষে শঙ্কাই সত্যি হলো। এখন থেকে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না সাকিব।
আজ রবিবার এক বিবৃতিতে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলিং অ্যাকশন পরীক্ষায় পুনরায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে পারবেন এই তারকা।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে, সাকিব বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে পরিচালিত মূল্যায়নের ফলের ভিত্তিতে আরোপ করা হয়েছে।
আরও পড়ুন:
» অলরাউন্ডার সাকিব বোলিং বাদ দিয়ে খেলছেন ব্যাটার হিসেবে
» ক্রিকেটে ‘দুসরা’ কি, কে এই ‘দুসরা’র জনক?
» মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কে ঘিরে সুখবর
বিবৃতিতে আরও বলা হয়, যদিও সাকিব বর্তমানে বোলিং করতে পারবেন না, তিনি ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে খেলার যোগ্য থাকবেন।
তবে সাকিব তার বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে পুনরায় পরীক্ষা দেবেন। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, সাকিব শীঘ্রই তার বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করার জন্য একটি অনুমোদিত পরীক্ষাগারে পুনর্মূল্যায়নে অংশ নেবেন। এই প্রক্রিয়ার জন্য বিসিবি নিয়মিত ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছে।
চলতি বছরের গত সেপ্টেম্বরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমান সাকিব। সেখানে সারের হয়ে একটি ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। সে ম্যাচে সাকিব দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে শিকার করেছিলেন ৯ উইকেট। তবে ম্যাচশেষে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কিংবা কাউন্টিতে খেলতে গেলে বোলিং পরীক্ষা দিতে হবে সাকিবকে। আর সেখানে উত্তীর্ণ হলেই পুনরায় খেলতে পারবেন এই তারকা।
এই অনিশ্চয়তা দূর করতে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। আর সেখানে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এর ফলে ইসিবি কর্তৃক আয়োজিত সমস্ত ক্রিকেট টুর্নামেন্টে বোলিং করা থেকে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই বোলিং করতে পারবেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/বিটি