ঘরের মাঠে শেষ বারের মত টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তা জনিত কারণে দেশে ফিরে খেলা হয়নি তার। এর আগে টি-টোয়েন্টি থেকেও নিজের অবসর ঘোষণা করেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন এখনও।
জানা গেছে আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। যেই টুর্নামেন্টে খেলবে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজ চ্যাম্পিয়ন পাঁচ দল। যেখানে গেল বারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আমন্ত্রণ পেলেও তারা খেলতে অস্বীকৃতি জানানোয় সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স।
আগে ‘চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি’ নামে আয়োজিত হতো এই গ্লোবাল সুপার লিগ। সর্বশেষ ২০১৪ সালে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্টটি। এক দশক পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও বৈশ্বিক দলগুলো নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের।
আরও পড়ুন:
» বাংলাদেশের সামর্থ্য থাকলেও ধারাবাহিকতা নেই: শন পোলক
» ভিনিসিয়ুসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দুঃসংবাদ পেলেন চারজন
» আবারও মুম্বাইয়ের কোচের দ্বায়িত্ব পেলেন জয়াবর্ধনে
বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চালেঞ্জার্স। যদিও ঘরোয়া এই টুর্নামেন্টের আগেই গ্লোবাল সুপার লিগে সাকিব পুরনো দলের হয়ে খেলবেন বলে জানা গেছে।
টুর্নামেন্ট উদ্বোধনের পরের দিনই মাঠে নামবে রংপুর রাইডার্স। ২৭ নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে খেলবে সাকিবের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের মোকাবিলা করবে রংপুর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রভিডেন্স ও গায়ানার ভেন্যুতে।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/এফএএস