ভারতের সাবেক ওডিআই ক্যাপ্টেন বিরাট কোহলির ব্যাটিং দক্ষতা করোরই অজানা নয়। যে কোন প্রতিপক্ষই ভারতের বিপক্ষে খেলতে নামার আগে বিরাটকে নিয়ে আলাদা পরিকল্পনা করেই মাঠে নামে। তবে এই ব্যাটিং মাস্টারমাইন্ড যদি আপনার নিজের দলে খেলে তো বিষয়টা কেমন হবে?
আইসিসি বিভিন্ন দেশের ক্রিকেটারদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেয়, সুযোগ পেলে ভারতের কোন ক্রিকেটারকে তারা চুরি করতেন? অধিকাংশ ক্রিকেটারই জবাবে বিরাট কোহলির কথা বলেন। এর মধ্যে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানও অন্যতম।
সাকিব ছাড়াও এই তালিকায় পাকিস্তানের হারিস রউফ ও হাসান আলী, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুকও আছেন। তারা সবাই সুযোগ পেলে কোহলিকে চুরি করতে চান বলে জানান।
বিরাট কোহলির ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে যে অবদান তা ভোলার নয়। তাকেই শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরী বলা হয়। একটা সময় তো ধারণা করা হয়েছিল তিনি শচীনের সব রেকর্ড ভেঙ্গে তাকেও ছাড়িয়ে যাবেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান ও ৭৭ টি সেঞ্চুরি আছে তার। মাঝে বেশ কিছু দিন অফ ফর্মে না থাকলে এই পরিসংখ্যান যে আরও অনেক বড় হতো তাতে কোনো সন্দেহ নেই।
সাকিব বলেন, আমি সুযোগ পেলে বিরাটকে চুরি করতে চাই। সে অসাধারণ একজন ক্রিকেটার যে কি না প্রতি ম্যাচেই রান করে।
নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে বলেন, বিরাট ব্যাটসম্যান হিসেবে অসাধারণ। সে ধারাবাহিকভাবে অনেক বছর ধরে খেলে যাচ্ছে এবং সে অনেক অভিজ্ঞ। ভারত থেকে কাউকে চুরি করার হলে আমি বিরাটের কথাই বলবো।
উল্লেখ্য, চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হয়েছিল ভারত। ২ রানেই ৩ উইকেট হারিয়ে বসা ভারতকে চাপের মুখে জয়ের দাঁড়ে পৌঁছে দিতে ৮৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন বিরাট কোহলি। পাশাপাশি কেএল রাহুল ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
আরও পড়ুন: রিজওয়ান-শফিকের সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমএস/এসএ