সদ্য সমাপ্ত আবুধাবি টি-টেন লিগে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি লিগে ধীরগতির ব্যাটিং করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে এবার লঙ্কা টি-টেন লিগে ব্যাট হাতে নতুন রূপে হাজির হয়েছেন এই তারকা। ব্যাট হাতে নিয়মিত ঝড় তুলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
চলমান এই টুর্নামেন্টে গল মারভেলসের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন সাকিব। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৮ বলে ১ চার ও ২ ছয়ের মারে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। যদিও পরের ম্যাচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৩ বলে ১ ছয়ের মারে ৬ রান করে আউট হয়ে যান।
এবার দলটির হয়ে নিজের তৃতীয় ইনিংসে ১৩ বলে ৩ চার ও ১ ছয়ের মারে ২০ রান করেছেন সাকিব। সবমিলিয়ে ৩ ইনিংসে ২৩ গড় ও ১৯১.৬৭ স্ট্রাইক রেটে ৪৬ রান করেছেন তিনি।
আরও পড়ুন:
» কোচ সালাউদ্দিনের প্রশংসায় খালেদ মাহমুদ সুজন
» মাঠে ফিরেই ব্যাট হাতে আলো ছড়ালেন শান্ত
আজ (মঙ্গলবার) টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে জাফনা টাইটানসের মুখোমুখি হয়েছে গল মারভেলস। পাল্লেকেলেতে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০ত রান তুলেছে গল। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেছেন অ্যালেক্স হেলস। এছাড়া সাকিব ও ভানুকা রাজাপাকসার ব্যাট থেকে সমান ২০ রান করে এসেছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল গল। তবে সাব্বির রহমানদের হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। এরপর তৃতীয় ম্যাচে খেলা মাঠে গড়ালেও মাঝে হানা দেয় বৃষ্টি। এতে সাকিবরা কিছুক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পেলেও পরবর্তীতে ম্যাচটি পরিত্যক্ত হয়।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছে লঙ্কা টি-টেন টুর্নামেন্টের প্রথম আসর। এই টুর্নামেন্টে সাকিবদের গল মারভেলসসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। আর বাংলাদেশ থেকে সাকিব ছাড়াও সাব্বির রহমান, রনি তালুকদার ও মোসাদ্দেক হোসেন সৈকতরা খেলছেন এই টুর্নামেন্টে।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/বিটি