Connect with us
ক্রিকেট

সাকিবের সেই মুকুট এখন আফগান তরুণের মাথায়

Shakib and Azmatullah Omarzai
সাকিবের জায়গা দখল করলেন ওমরজাই। ছবি- সংগৃহীত

গত বছরও আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যুক্ত ছিল সাকিব আল হাসানের নাম। ২০২৪ সালে বছরের শুরুতে সেই তালিকার শীর্ষে অবস্থান করছিলেন এই টাইগার অলরাউন্ডার। নিজের ওয়ানডে ক্যারিয়ারের বড় একটা সময় সেরা অলরাউন্ডারের মুকুট নিজের মাথায় রেখেছিলেন সাকিব। তবে সে সবই যেন এখন অতীত।

এবার বছর ঘুরতেই হারিয়ে গেছেন সাকিব। নিজের বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞায় পড়ায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে হারিয়েছেন জায়গা। গেল কিছুদিন তার সেই অবস্থান ধরে রেখেছিলেন মোহাম্মদ নবী। এবার এই অভিজ্ঞ অলরাউন্ডারকেও পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন তরুণ আফগান ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই।

আইসিসির সদ্য প্রকাশিত হালনাগাদকৃত ওয়ানডে ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরার মুকুট মাথায় পড়লেন ওমরজাই। পাকিস্তানের মাটিতে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি কর্তৃক এই পুরস্কার পেলেন আফগান তরুণ।

আরও পড়ুন:

» মুশফিক-মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে যা জানাল বিসিবি

» পাকিস্তানের মাটি থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

এবারের বৈশ্বিক টুর্নামেন্টে ইংল্যান্ডকে পরাজিত করে আরও একটি স্মরণীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ইংলিশদের টুর্নামেন্ট থেকে বিদায় করার সেই ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই দারুন পারফর্ম করেছিলেন ওমরজাই। এই ম্যাচে নিজের দারুণ একটি ফিফটি করার পাশাপাশি তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ৫ উইকেট।

আর এতেই দুই ধাপ এগিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে এসেছেন এই তরুণ ক্রিকেটার। এখন তার রেটিং পয়েন্ট ২৯৬। শীর্ষে উঠার পথে সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলেছেন ওমরজাই। যার রেটিং পয়েন্ট ২৯২। আর তৃতীয় স্থানে নেমে যাওয়া জিম্বাবুয়ের সিকান্দার রাজার রেটিং পয়েন্ট ২৯০। আর ২৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট